এমন এমন একটা মুহুর্ত আসে যখন মনে হয় যা চাই তাই যেন হয়, হোক তা মিরাকল! হোক তা প্রিয় কিছুর বিনিময়েও বা হোক কোন নতুন শপথে, কিন্তু সে সময়টা বিধাতা কোন কথাই শোনেন না। তখন তিনি কোন প্রার্থনা কবুল করেন না, তিনি তার মত কাজ করেন। তিনি তখন সবচে বড় নিষ্ঠুর হন। আমার ভাইয়ের স্মৃতিগুলো প্রতিনিয়ত আমাকে স্বরণ করায়, যখনই মনে হয়, যেন আমি উম্মাদ হয়ে যাই, জ্ঞান বুদ্ধি কেমন যেন লোপ পায়, হঠাৎ করে চোখের কোনে চিক চিক করে উজ্জল হয়ে যায়, তখনই নিজেকে লুকিয়ে ফেলি, কিছু ভাল লাগে না। বার বার বিরবির করে বলতাম, কোন কারনে ও যদি ভাল হতো, ওর কোন অপূর্ন চাওয়াটা যদি পূরণ করতে পারতাম।



রাশায়াত রহমান জিকো ভাইয়ের গত কয়েকদিনের স্ট্যাটাসগুলো দেখলে যে কারো খুব কস্ট পাওয়ার কথা। তার আকুতি মিনতি বিধাতা শুনেননি। তার মা-কে নিয়ে গেছেন। জিকো ভাইর আম্মার রুহের মাগফেরাত কামনা করছি। আল্লাহ তার সকল গুনাহ মাফ করে দিন, তাকে জান্নাতবাসী করুন।

সর্বশেষ এডিট : ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:৫৪