আজ মাছরাঙা টিভিতে মেরিল প্রথম আলো পুরস্কার অনুষ্ঠানে শাকিব খানের কথা-
"অনেকে বলেন আমি রিক্সাআলাদের জন্যে সিনেমা করি, আমি তখন আনন্দিত হই,
যখন বলেন আমি গার্মেন্টস শ্রমিকদের জন্য সিনেমা করি, আমি তখনো আনন্দিত হই!
কেননা যারা মাথার ঘাম পায়ে ফেলে আমাদের জন্য এতকিছু করেন, তারা যখন অক্লান্ত পরিশ্রম করে ঘরে ফিরে আমার অভিনয় দেখে বিনোদিত হন গর্বে আমার বুকটা ভরে যায়"
সমালোচনার জবাব এত দারুণ ভাবে দিতে কাউরে দেখিনাই! তার প্রতি যেই বিরক্তিটা ছিল সেটা আজকের পর থেকে উধাও হয়ে যাওয়া উচিত আমাদের সবার।

