রিভার্স ম্যাক্রো ছবি তোলার কায়দা নিয়ে বলেছিলাম আগের পোস্ট এ, একটা জরুরী জিনিস বলতে ভুলে গেছি, ভাল একটা ট্রাইপড ও লাগবে। সবচেয়ে ভাল ফলাফলের জন্য ট্রাইপড এর বিকল্প নাই। আমি নাইকন ডি ৫০০০ ব্যবহার করেছি, আর ১৮-৫৫ মিলি লেন্স। ট্রাইপড Manfrotto MK294A3।
এই ছবিটা ক্যামেরার ম্যাক্রো মুড এ তোলা, ৫৫ মিলি জুম করে।
একই ছবি রিভার্স ম্যাক্রোতে তোলা।
ম্যাক্রো ছবি তুলতে ধৈর্যশীল হতে হয়, হতাশ হলে চলবে না, তাড়াহুড়ো একদম নিষেধ। মাস খানেক হল রিভার্স ম্যাক্রো নিয়ে চেষ্টা করছি, এতো ব্যস্ত থাকি যে সময়ই বের করতে পারিনা ছবি তোলার জন্য!
নিচে কিছু ছবি দিলাম, বিগত এক মাসে আমার ম্যাক্রো তোলার প্রচেষ্টা গুলির বাছাইকৃত কয়েকটা ছবি। যারা মাকড়সা ভয় পান তাদের বলে রাখি, মাকড়সা অত্যন্ত নিরীহ একটি প্রাণী।
এক
দুই
তিন
চার
পাঁচ