অনেকের তোলা ছবি দেখে আফসোস লাগে? মনে হয় না, আমিও যদি এরকম তুলতে পারতাম? যারা নতুন ডি এস এল আর ব্যবহারকারী অথবা বাজেট সংকটে আছেন তারা খুব অল্প খরচে শুরু করতে পারেন ম্যাক্রো ছবি তোলা। খরচের কথা বললাম কারন ডি এস এল আর এবং এর দরকারি উপকরন গুলি অনেকটাই ব্যয়বহুল।
রিভার্স ম্যাক্রোঃ ম্যাক্রো ফটোগ্রাফি হল যেকোনো জিনিস কে খুব কাছ থেকে তোলা যেটা সাধারন লেন্স দিয়ে তোলা যায় না। তার জন্য দরকার বিশেষ ধরনের লেন্স যাকে ম্যাক্রো লেন্স বলে। আর এসব লেন্স বেশ দামি হয়। আমার মত যাদের কাছে ডি এস এল আছে কিন্তু ম্যাক্রো লেন্স কেনার সাধ্য নেই তাদের জন্য সবচেয়ে সুবিধাজনক পন্থা হল রিভার্স ম্যাক্রো টেকনিক। বাংলায় যাকে বলা যায় ক্যামেরার লেন্সটাকে উল্টো করে লাগানো। তাতে সুবিধা?
হয়ে গেল আমাদের ম্যাক্রো লেন্স, যা দিয়ে খুব কাছ থেকে যেকোনো জিনিস এর ছবি তোলা যায়।
রিভার্স ম্যাক্রো রিং ক্যামেরা আর লেন্স যাদের আছে, তাদের এই একটা জিনিসই লাগবে। রিভার্স ম্যাক্রো রিং। ছোট একটা মেটাল রিং যার এক মাথা আপনার ক্যামেরায় লাগবে আর অন্য পাশে আপনার লেন্সটা উল্টো করে লাগিয়ে দিবেন।
বিভিন্ন মাপের রিং পাওয়া যায়। কিনতে হবে সেটাই যেটা আপনার লেন্স এ লাগানো যাবে। যেমন আমি নাইকন এর ৫২ মিঃমি ডায়ামিটার এর লেন্স ব্যবহার করি তাই ৫২ মিঃমি মাপের রিং কিনেছি।
আমার তোলা একটা পরীক্ষামূলক ছবি