দেশ ধর্ষিত হচ্ছে, পালাক্রমে, ক্রমাগত...অবিরত জঠরে পৌছে যাচ্ছে। লালসার লালা সর্বস্ব বিষাক্ত কোটি কোটি বীজ। আকাশে নয়, মাটিতেই আজ ঐ শকুনের আনাগোনা। অতিথি পাখিদের আর দেখা যায় না হাওরে। জীবনের নয়, শুরু হচ্ছে ধংসের দিন গোনা। দেশ এবার ভোগ্য নাম, মা আজ ভোগের জন্য, মূল্যবোধ এখন সর্বোচ্চ কৌতুক।
বিজ্ঞাপন দেখ, দেশ,মাকে বিক্রি করে আর কতদিন ? লাল দল এখন ছায়া নেয় পুজিবাদীর বাড়ির ভয়েডে। স্থুল কৌতুক দেখ, সাম্প্রদায়িকতার বীজে। অন্তর্বাসের আড়ালে প্রতিটি শিশ্ন এখন এক একটি প্রতিকী বেয়োনেট...
না, এটাকে আমি যুদ্ধ বলবোনা কিছুতেই, তাহলে শব্দ নির্বাচনে আমার নৈতিক ও শাস্রীয় ভুল হবে, শব্দটি হবে "সন্ত্রাস"।
বাংলার বৌদ্ধ, বাংলার খৃস্টান, বাংলার মুসলমান, আমরা সবাই বাংলাদেশী...বাক্যটি আজ যেন এক ক্রুশিয়াল প্রহসন।
সাম্প্রদায়িকতার নিন্দা জানাই।
সর্বশেষ এডিট : ১৪ ই ডিসেম্বর, ২০১২ ভোর ৪:০৩