-
-
-
-
-
আমার মনে হয় লেখালেখির মাঝে সবচাইতে কঠিন হলো রম্য লেখা।যারা ভালো হিউমার লেখেন তাদের প্রতি রইলো অনেক শ্রদ্ধা।
হাসি দিয়ে যদি বিভিন্ন দেশের মানুষের নামকরন হতো, তবে কেমন হতো ? আসুন দেখে নেই......
চীনঃ কচিহাসি ইয়ং
ইতালীঃ হেসেতো ফেলিনি
রাশিয়াঃ হাসবোনা বলিসকি
নেপালঃ হাসিয়ে বাহাদুর
মায়ানমারঃ ওমাওমা হাসবৈতো
জাপানঃ কাকাভাসে কাকিহাসে
নাইজেরিয়াঃ ওমাল হাসলো
অস্ট্রেলিয়াঃ মাইক হাসি
কেনিয়াঃ ওহাসির দামদে
কোরিয়াঃ থুথুফেলে সেকিহাসি
পাকিস্তানঃ হেসেখান খান
বাংলাদেশঃ হাসবোবোলে আসলাম।
শ্রিলঙ্কাঃ মুখতুলে হাসি তুঙ্গে।
আরবঃ হাসতে শেখ।
ফ্রম ব্লগারসঃ
সামুঃ হা হা পো গে।

পোল্যান্ড- লুকায় হাসিস্কি
ব্রাজিল- এমারসন হাসিও
আর্জেন্টিনা- দোয়াগো হাসিওনা
স্পেন- পেতফেতে হাসিআস্তেসেনা
ফ্রান্সঃ হেসে জ্যা
ভারতঃ হাস্য কর
থাইল্যান্ডঃ হাসি থো থাপা
জার্মান: আব্বে হাস্নাইবার
মিশরঃ হাসিনি মুবারক
ইরাকঃ সাদ্দাম হাসেন
বাংলাদেশঃ হাসি না
ভূটানঃ হাসিমে ওয়াংচুক
মিশরঃ হাসিওপেট্রা
ভারতঃ হাসিয়া গান্ধী
সুইজারল্যান্ডঃ রজার হেসেরার
জাপানঃ তাকাইওনা হাসিতেসি
উপজাতিঃ হাসরং রংচা
ম্যারিকাঃ জর্জ হাসিংটন
ভারতঃ সদা হাস্যভূষণ সাহা
কোন নামটা সবচেয়ে বেশি পছন্দ হলো ??
(কিচুটা হেমন্ত কুমার সিঙ্ঘা থেকে নেয়া, কিছুটা আমরা ব্লগার রা মিলে।)
সর্বশেষ এডিট : ১৪ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:৩৩