ক)
কানের ভেতরে ক’টি শব্দ ঢুকেছে-
আমাকে বধির করে দিয়ে সৌরভে বেহুস হয়ে আছে যেন, কর্ণকুহর;
তাহলে কি শ্রবণেন্দ্রিরও কি আঘ্রাণ নেওয়ার ক্ষমতা থাকে!
যেমন তোমার ছিল আমাকে ভুলে যাওয়ার সক্ষমতা-
খ)
কোন কোন মানুষের ভেতর ছাতিম কচ্ছপ ঘুমায়
কোন কোন মানুষের স্বভাব যেন ব্যাঙের মতো-
কারো চেহারা মানুষের মতো ঠিক
তবুও কেউ কেউ যেন কুকুর!
গ)
বিব্রত বিবেকের বিচার হবে শুধু
দেহ তো পরম্পরায় ক্রীতদাস
মানুষ তৎপর যাপিত সে অনুগ্রহে
সময় তো আংশিক ইতিহাস!
সর্বশেষ এডিট : ১৯ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:৫৬