বলিনি আমার দূ:খেও তুমি থাকো-
অন্ধকারে শীতল ঘরের কোণে
বলিনি আমার দূ:স্থতা তুমি নাও
বিষাদ মাখানো একাকীত্বের ক্ষণে!
আমি তো বলিনি কোথায় কান্না রাখা
বিগলীত করো হরিনী চোখের বাকে
চাইনি আমি তো কোমল বাহু-জোড়া
মৃদ্যু উষ্ণতায় যা সংরক্ষিত থাকে-
হৃদয় ক্ষরণে দাহ্য করে ঋণ
পোহাচ্ছি যত অমোঘ যাতনা
বলিনি আমি তো তোমার সাথে বাধা
মাঝ রাত্রির অসহ্য চেতনা;
যার আকাশ এতটা ফুলেল
যার পরিধেয়ে এত রঙিন পরিপাটি
রাত্রি জাগা তার কি সাজে বলো
কেন তাকে দেব বিবর্ণ পাথরবাটি!
তাই বলেছি তুমি..ও সুদূরতমা
শরীর ঢাকো কারুকাজ মসলিনে
খোপার চুড়ায় গুজে নাও সুখ-ফুল
বিনম্র এই সান্ধ্যিক আয়োজনে!
আমি ভাববো এটাই নিয়তি ছিল
কিংবা এখনও পাড়ি দেব বাকি পথ
আমি ভেবে নেব এটাই সত্যি ছিল
তুমি ছিলে শুধু ক্ষণিক উল্টো-রথ।।
সর্বশেষ এডিট : ১৫ ই নভেম্বর, ২০১৯ ভোর ৬:৫৭