তুমি দূ:খিত হলে, বিলেতি সাহিত্যে যে মড়ক চলছে
তা ছাপিয়ে ইংরেজি অনুবাদ স্বেচ্ছা বিলাবে বর্ণাশ্রম-
চলতি ভাষার বিপরীতে পেন্ডুলাম ঝুলিয়েছে যে শব্দতার্কিক;
তার আর বসা হবে না আলতাফ পার্কের পশ্চিম কোণায়-
তুমি দূ:খিত হলে, বিভিন্ন মাপের কান্নার কোরাস থেমে,
থমকিয়ে তারপর আন্তর্জাতিক হবে তথাকথিত।
সমগ্র রচনাবলী সাজিয়ে যে দাম্ভিক তা’ দেয় রঙিন উত্তরীয়ে;
সেখানে সারিবদ্ধ প্রকাশক দু’একটি বিড়ি টেনে ক্ষান্ত হবে বিলেতযাপনে।
তুমি দূ:খিত হলে- হাটুরে’রা কবিতা পাঠের আসরে
ল্যাম্ব কারি মিক্স করবে বাসমতি চালের ঘ্রাণে আর
ব্রাডি আর্ট সেন্টারে ঝুলবে তিন স্তরের প্যাডলক-
তারপর হাস্যমুখে ছবি তোলার পর্ব শেষ হলে;
দূ:স্থ কাঙাল সাহিত্যবেত্তারা মাজায় দড়ি বেধে আবারও
নেশানওয়াইড ব্যাংকের ব্যালেন্স চেক করে দেখবে-
এমাসের সুবিধাকড়ি কত আসলো!
তোমার দূ:খিত হওয়া তাই বিলেতি মজমার অসংলগ্ন রেত:পাত,
বিকল্পে দহন!
সর্বশেষ এডিট : ২৭ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:৪৪