চলো মুখোমুখি বসার পর, আত্মা খুলে টেবিলে রেখে
সবুজ চা পান করার আড়ালে পরস্পরের চোখে চোখ রাখি আবার:
যে চোখে শোকান্ধ গিরগিটির উকি
যে চোখে সোনালি আইশ্যাডোর বাহার
যে চোখে কাম আর মনোরম তৃষা- সে চোখ দেখবার বাসনায়
কতশত নিহারিকা পাড়ি দিয়ে এই হতদরিদ্র টেবিলে এখন-
তেপায়া টেবিলটা টলমল; দু'দুটো আত্মার ভারে
উল্টোদিকে আমার অন্তর বিষে আছে আত্মজ শোকে;
চোখে চোখ, পাতাবাহার সময় পাল্লা দেয় গিরগিটির ব্যবহৃত সব রঙের বালতিতে;
যেখানে পড়ে আছে সবুজ চায়ের নিসৃত আশ
ফেলে যাওয়া আইশ্যাডোর ফুটকি আর
পরিত্যাক্ত একটি প্লাস্টিকের হৃদয়, ধর্মগ্রন্থ আত্মা বলে যাকে।
সর্বশেষ এডিট : ০৭ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৩:৪১