কখনও যখন সাগর নুয়ে পড়ে
আকাশ বাঁধে দীর্ঘঃশ্বাসের খোঁপা
আমার পরাণে তোমার বিষহুল
প্রেমহীন শোক যায়কি তখন মাপা?
অংশপূরাণ হংস সায়রে খেলে
চতূর্ভূজের পুরোটাই খেয়ালী
দুঃখ নাটাই তোমার হাতেই ছিল
অপেক্ষার নামে এ কোন হিয়ালী!
চিকন সতেজ পাথররঙের ফল
অসম এক দ্বন্ধে ভরা মন
আমার পকেটে ডিমের খোসা রেখে
জোৎস্না কি ভেজাবে চোখের কোণ!
আবেগসবেগ পুরোটা তোমার দান
সন্ধ্যা এখন কৃষ্ণের গোয়ালে
ফানুস উড়িয়ে প্রতিবন্ধী প্রেম
প্রশ্ন করে কতটা খোয়ালে?
কতটা হারালে কবি হতে পারে কেউ
কতটা দূরে নিশ্চুপ বাতিঘর
কান্নার রঙ কেন আজ বিষাদী
তৃষার মায়ায় হৃদয়ে অন্তর্জর।
তোমাকে নিয়ে এই প্রেমপ্রেম খেলা
মুছে ফেলার দারুণ সাহস নিয়ে
বর্মে ঢেকে গচ্ছিত স্মৃতিখানি
কিনেছি অশ্রু সবটা স্বপ্ন দিয়ে।।
(এটি আমার অনেক আগে লেখা- তখন বিভিন্নভাবে লেখার চেষ্টা করতাম।
অনেকেই আমাকে অন্যভাবে লিখতে বলেছে, শুধু তাদের সমীপে! কবিতাটি সামহয়্যারইন ব্লগে
পূর্বে প্রকাশিত হয়েছিল!)
সর্বশেষ এডিট : ০৩ রা অক্টোবর, ২০১৯ বিকাল ৩:৪৪