১।
নির্জনতা হা তুলে আছে,
যার ভেতর একটা গভীর, একাকী নদী-
সবুজ ঘাসের ডগায় মুলতবী আক্ষেপ
নির্জনতার যমজ বোন যেন আকাশী ঐ মাছটা।
তোমারও ভেতরে যে আঁধারি খাদ
তার অতলে থরেথরে ক্ষোভের বুনন
সেখানেও বৃষ্টি হয়
একাকী নদীর দুকূল ছাপিয়ে
পরিত্যাক্ত ঘাসফুল মাঠ ডুবে যায়
আকাশী মাছ তখন সমুদ্র চেনে
ঢেউয়ের লোনা প্লাবন শামুকের খোলে খোঁজে আত্মাবিশেষ
তোমার আঁধারি খাদ এখন জলজ,
টলমলে গুল্মের নির্ভার সরোজ
নির্জনতার অন্যনাম কি অপেক্ষা নয়!
আঁধারের সাথে যে পাশা খেলে মুখোমুখি।
২।
পড়ে থাকলো না কোন কথা আর, সব কথামালা
বুকপকেটে রেখে দিলাম তুলে-
একটা বলপয়েন্ট আর কিছু রংজ্বলা স্মৃতি
একটা নিরব চারকোনা ভাজ পড়া কাপড়ের অন্তরে
একটা নিথর সময়ের হবুহু অনুবাদ
পড়ে নেই আর কিছুই
প্রেম নামের অযোচিত শব্দকথা
যখন তখন উপশমের তুলিতে নীল রঙা পোর্ট্রেট
অথবা বায়ুভুক পতঙ্গের শেষ নিঃশ্বাস
শুধু পড়ে আছো
আমার বুকপকেটে সেই পুরানো তুমি!