আমাকে অসম্ভব সাফল্য দাও
ওজনহীন চুড়ার বৈসাম্যে আমার মাথায় জ্বলুক তেপান্তরের হীরে-মানিক
এমন চাইনি আমি, হে বিধাতা!
আমার সবকটা পথে হ্যালোজেনের অবাক আলোধারা আর শম্ভুক বাদ্য
অভিবাদনে হেলুক;
আমি ভাবিনি এসব কল্পনায়!
কামনা আমার অদামি
ভালথাকার মতো সাদামাটা আগ্রহ-
ক্ষুধা আছে বলেই খাবার এতো দামি
নামি গাড়ির গ্যারেজে রংচটা গামছা কাঁধে 'আবুল শেখ'
চোখ মেলে গিলতে থাকে সিলভার কালার যেমন,
প্রেমময় কদম ফুল আতসির হাতে, বৃষ্টিতে-
প্রভু, কাদামাটিই আমাকে চেনায় পরিচ্ছন্নতা, বেশবাসের সঠিক ছাট-
আমি মধ্যাহ্নে হেঁটে হেঁটে সরোবরে যাবো,
ক্লান্তিই সুস্বাদু করবে কেওড়ার জল
আমাকে নামহীন, গোত্রহীন করো,
কোন অভিযোগ নেই - জন্মহীন করোনা দয়াল!
দুঃখী আর ব্যাথিত করো কিন্তু বিষণ্ণ করো না কখনও
পাহাড়ের চুড়ায় উঠবো আমি
শক্তিহীন, নিঃশেষ যদিও- তবু এই বিশ্বাস নিয়ে যেন আমি গিরিখাদের অতলে হারাই যে,
আমি উঠতে পারতাম- সবুজ গাছটির ছায়ায় ঝুলাঝুলি রেখে অবসর নিতাম
আর গিরিখাদের নিচের পানির গভীরে কতটা স্বচ্ছতা খেলা করে তার পরিপূর্ণ একটা
সবাকচিত্র আঁকতাম!
প্রভু, তোমার আমার এই কথোপকথন হয়ত অগম্য আর অবোধ্য সবার কাছে
যেমন আমি চেয়েছিলাম তোমার কাছে এমন আরধ্য দুর্বোধ্যতা!