নুসরাত ফারিয়ার বলিউডের সিনেমায় অভিনয়কে কেন্দ্র করে অনলাইন মিডিয়ায় বির্তক উস্কে উঠেছে। অনলাইন মিডিয়ার অনেকেই বলছেন নুসরাত ফারিয়াই প্রথম পরিপূর্ণ নায়িকা হিসেবে বলিউডে অভিনয় করবেন। আবার অনেকেই বলছেন শাবানা ম্যাডামই প্রথম নায়িকা হিসেবে বলিউডের সিনেমায় অভিনয় করেছেন । যারা ফারিয়াকে প্রথম নায়িকা মনে করছেন তাদের যুক্তি একমাত্র ফারিয়াই অডিশন দিয়ে বলিউডের সিনেমায় সুযোগটি পেয়েছে। আর শাবানা ম্যাডাম যে সিনেমাটিতে অভিনয় করেছেন সেটা ছিল যৌথ প্রযোজনার ছবি। যৌথ প্রযোজনার নীতিমালা অনুযায়ী সিনেমাটির মালিকানা থাকে দুদেশেরই। তাই শাবান অভিনীত শত্রুকে কখনোই পরিপূর্ণ বলিউড সিনেমা বলা যাবেনা। সামাজিকযোগাযোগের মাধ্যমগুলোতে অনেকেই আমার এই নিউজটি নিয়েও প্রশ্ন তুলেছেন । অনেকেই অনেকভাবে বোঝানোর চেষ্টা করছেন । সংবাদটি পরিপূর্ণ যাচাই বাছাই করে করা হয়নি। কেউ কেউ শত্রু সিনেমার লিংক দিয়ে আমার চোখে আঙ্গুল দিয়ে দিখিয়ে দিচ্ছেন দেখেন শত্রু সিনেমায় অভিনয় করেছেন শাবানা। অথচ সংবাদে শাবানার কথা একবারও বললেন না। আমি তাদেরকে বলেছি নিউজটা পুরোপুরি দেখে মন্তব্য করেন। মজার ব্যাপার হলো আমরা অর্ধেক জেনে বির্তক করতে পছন্দ করি। না জেনে বির্তক করতে পছন্দ করি এবং সবশেষে অর্ধেক দেখে বির্তক করতে পছন্দ করি। নিচে লিংক দেয়া হলো নিউজটা পুরোটা দেখে কারো কোন যুক্তি নির্ভর, শ্লীল, প্রশ্ন থাকলে করতে পারেন।Gawah, The Witness I Nusrat Faria & Emraan Hashmi in the film!
সর্বশেষ এডিট : ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৯