দেশজ সংস্কৃতির বিকাশ ও আন্তজার্তিক সংস্কৃতির সাথে মেলবন্ধন শীর্ষক কর্মসূচীর আওতায় শিল্পকলা একাডেমীর নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগ আয়োজনা করে দুইদিন ব্যাপী পাপেট থিয়েটার প্রর্দশনী। । নানান রংয়ের পুতুলের ,মজার মজার অঙ্গভঙ্গি আর মজার মজার গল্পে শিশু কিশোরেরা কিছুটা সময়ের জন্য হারিয়ে গিয়েছিল এক ভিন্ন আনন্দময় জগতে।পাপেটের মুখে শুধু গল্প নয় , গল্পের ছলে শিশুদের শেখানো হয়েছে ভালমন্দের পার্থক্য। শিক্ষামূলক গল্প নির্ভর পাপেট থিয়েটার দেখানোর পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে দেখানো হয় আগাছা নামের এই পাপেট থিয়েটারটি। পুতুলের মুখে মজার মজার গল্পে শুনে শিশুরাও বেশ আনন্দিত । তাই পাপেট থিয়েটার দেখতে এসে তাদের অনুভুতি প্রকাশ করলো এভাবে। বেশ কয়েকটি গল্পের মধ্যে থেকে বেছে নিল তাদের পছন্দের থিয়েটার শোটি। প্রদশর্নীর শেষ দিনে দেখানো হয় গিট্টু , ষাড় ও কফি, বেড়া , আগাছা ও লিচুচোর নামের চারটি পাপেট থিয়েটার।
২টি মন্তব্য ০টি উত্তর
১. ২০ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:২২
০
সাদা রং- বলেছেন: জয় ভাই, এই খবরটা দুইদিন আগে দিতে পারেন না, পরে দিলেতো দেখার আর সুযোগ থাকে না। খুব কষ্ট পাইলাম।
২. ২০ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৪০
০
বুলবুল আহমেদ জয় বলেছেন: ভাই আমরা ঘটনা ঘটার পরেই সবাইকে জানাতে পার। আগাম খবর দেয়ার সুয়োগ কম । তবে আশার কথা শিল্পকলা একাডেমী মাঝে মাঝেেই এরকম পাপেট থিয়েটারের আয়োজন করে।
মাঝে মাঝে আমার বুকের গহীনে এক ব্যথার নদী উথলে ওঠে। উথাল পাথাল ঢেউগুলো পাড়ে এসে আছড়ে পড়ে। উত্তাল বেগে ধেয়ে এসে ভেঙ্গে খান খান হয়ে পড়ে বুকের মাঝে... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের মানুষ কল্পনা করতে খুব ভালোবাসে। গুজব ও অপতথ্য শেয়ারে বাংলাদেশের মানুষ প্রথমদিকে থাকবে বলে অনেকের বিশ্বাস । দেশের মানুষের পাঠ্যবই ছাড়া অন্য কোনো বইয়ের প্রতি আগ্রহ নেই। আত্নউন্নয়ন মূলক... ...বাকিটুকু পড়ুন
১. ২০ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:২২ ০