সম্প্রতি উইকলি ওয়ার্ল্ড নিউজ নামের একটি সংবাদ সংস্থা জানায়, ফেসবুক বন্ধের খবর। সেখানে ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ এর মন্তব্যও ছাপা হয়। মার্ক নাকি ফেসবুক নিয়ে যারপরনাই বিরক্ত।
তাই এই অনলাইন পাগলামির ইতি টানতে চান তিনি। শুধু তাই নয়, মার্চের ১৫ তারিখের পর ফেসবুক ব্যবহারকারীরা প্রোফাইলে যা কিছু রেখেছিলেন সবই নাকি হারিয়ে যাবে।
এমন খবর ফেসবুক ব্যবহারকারীদের অনেককেই বিভ্রান্ত করেছে। টুইটার, এমনকি খোদ ফেসবুকেই এই নিয়ে চলছে আলোচনার ঝড়। কিছু গণমাধ্যম উইকলি ওয়ার্ল্ড নিউজ এর বরাত দিয়ে এই সংবাদ প্রচার করতে থাকে। ফলে ইতোমধ্যে কেউ কেউ আবার ফেসবুক থেকে নিজের সব তথ্য, ছবিও ডাউনলোড করে রাখতে শুরু করেন।
কিন্তু খোদ ফেসবুকই এবার জানাচ্ছে, সবই ভুয়া। এক বিবৃতিতে সংস্থাটি জানায়, আমরা বন্ধ হওয়ার মতো কোন কারণ এখনো পাইনি, আমাদের কাজ চলবে বরাবরের মতোই। আমরা কোথাও যাচ্ছি না, তাছাড়া আমরাতো মোটে কাজ শুরু করেছি। খবর ডয়েচ ভেলের।