একসময় এক গ্রামে একজন ভদ্রলোক ঘোষনা করেন যে , তিনি ১০ টাকা দরে কিছু বানর ক্রয় করতে ইচ্ছুক । গ্রামবাসী লক্ষ্য করলো সে গ্রামে অনেক বানর ঘোরাফেরা করছে এবং তারা বন থেকে বেরিয়ে আসছে। ফলে তাঁরা বানরগুলো ধরতে শুরু করলো।
ভদ্রলোক ১০ টাকা দরে একহাজার বানর কিনলেন এবং বানরগুলো কমে য্ওায়াতে গ্রামবাসীরা তাদের এই কাজটি বন্ধ করে দিল । ভদ্রলোক পুনঃরায় ঘোষনা করলেন তিনি এবার ২০ টাকা দরে ক্রয় করতে ইচ্ছুক। এই ঘোষনা গ্রামবাসীদের উৎসাহিত করল এবং তারা আবারো বানর ধরতে শুরু করলেন ।
শীঘ্রই সরবরাহ হ্রাসপেলো এবং লোকজন তাদের খামারে ফিরে যেতে লাগলেন। বানরের দাম ২৫ টাকা নির্ধারন করাতে বানরের সংখ্যা এতই কমে গেল যে একটি বানরও ধরার জন্য রইল না।
ভদ্রলোক আবারো ঘোষনা করলেন তিনি ৫০ টাকা দরে বানর ক্রয় করবেন। ইতিমধ্যে ভদ্রলোক ব্যবসার জন্য শহরে ফিরে গেলেন এবং তার অবর্তমানে তারঁ সহযোগী বানর ক্রয়ের কাজে নিয়জিত রইলো।
ভদ্রলোকের অবর্তমানে সমযোগী গ্রাামবাসীদের বললেন , দেখ এই বড় খাঁচার ভিতরে বানরগুলো এই মানুষটি সংগ্রহ করেছেন। সে বললো এগুলো আমি ৩৫ টাকা দরে বিক্রি করতে চাই এবং লোকটি ফিরে এলে এগুলো তোমরা ৫০ টাকা দরে তাঁর কাছে বিক্রি করতে পারবে।
গ্রামবাসি তাঁদের সব জমানো মুলধন দিয়ে বানরগুলো কিনলো ।
পরবর্তীতে গ্রামবাসীরা আর কখনই সে ভদ্রলোক এবং তার সহযোগীকে আর দেখেনি। চারিদিকে শুধু বানর দেখা গেল ।
এটা অন্য ধরনের শেয়ার বাজার ।