শরৎকাল নিয়ে অন্য কবিদের কবিতা জানা থাকলে একটু জানাবেন প্লিজ.....।
"এই শরৎ আলোর কমল বনে
বাহির হয়ে বিহার করে যে ছিল মনে মনে।
আরি সোনার কাঁকন বাজে আজি প্রভাত কিরন মাঝে,
হাওয়ায় কাঁপে আঁচলখালি- ছড়ায় ছায়া ক্ষণে ক্ষণে....।।"
"আজ শরতের আলোয় এই -যে চেয়ে দেখি,
মনে হয়, এ যেন আমার প্রথম দেখা।"
"শরৎ , তোমার অরুন আলোর অন্জলি
ছড়িয়ে গেল ছাpiয়ে মোহন অঙ্গুলি।
শরৎ, তোমার শিশির- ধোওয়া কুন্তলে-
বনের পথে লুটিয়ে পড়া অঞ্চলে
আজ প্রভাতের হৃদয় ওঠে চঞ্চলি"
সর্বশেষ এডিট : ০৫ ই অক্টোবর, ২০১০ বিকাল ৪:৩৭