কোথাও কোথাও আমাদের পছন্দগুলো ভীষণ একরকম,
কোথাও আবার ভাবনাগুলো একদম অমিল।
আমাদের বোঝাপড়াটা কখনো এক হলেও বিশ্বাস টা পুরোই আলাদা।
কখনো কখনো অনুভূতি মিলে গেলেও,
মতামতে যোজন যোজন পার্থক্য।
একবার যেমন মনে হয়, যা, যেমন হয়েছে বেশ হয়েছে, ঠিক ই হয়েছে
পরক্ষণেই ভাবনায় আসে,
হয়ত এমনটি না হলেই ভাল হত!
কি হলে কি হত, না হয়ে কি হয়েছে
এই ভাবনাগুলো এখন নিছক সময়
কাটানোর ছুঁতো মাত্র।
আসলে, মানিয়ে নিতে নিতে কখন যে মেনে নিতে শুরু করেছিলাম!
আর মেনে নিতে নিতে কেটে গেছে আমাদের সহ্যের সূতো।
তারপর বছরের পর বছর যায়,
আমরা একে অপরকে বলি, কেন সূতো ছিড়ে যেতে দিলে?
আমাদের মন বলে, যদি সূতো জোড়া লাগানো যেত!
১৩.৯.২০২১
ছবিঃ ইন্টারনেট