"বায়না"
২৯ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইচ্ছে করে ঘড়ির কাঁটা পিছিয়ে দিই
সময়টাকে মুঠোয় নিই,
ইচ্ছে করে রঙিন ঘুড়ির প্যাঁচ খেলি
ঐ দিগন্তে আমায় মেলি।
ইচ্ছে করে দুপুরটাকে সন্ধ্যা করি
ঝাঁকে ঝাঁকে জোনাক ধরি,
ইচ্ছে করে মেঠো পথে ছুটতে থাকি
বুনোফুলের গন্ধ শুঁকি।
ইচ্ছে করে বাঁশের পাতায় বাঁশি বাজাই
সুরেলা গানে বেসুরো হই,
ইচ্ছে করে অতৃপ্তির তৃপ্তি মেটাই
আঁকড়ে ধরি সুখের নাটাই।
ইচ্ছে করে জলের রং এ তুলি মাখি
আঁধার দিয়ে ছবি আঁকি,
ইচ্ছে করে স্বপ্ন দেখার বায়না ধরি
বাধার পাহাড় আগলে মরি।
ইচ্ছে করে ইচ্ছেগুলি পাখা মেলুক
ভালোবাসার স্বপ্ন দেখুক,
ইচ্ছে করে ইচ্ছেগুলি বেঁচে থাকুক
জীবন মায়ায় জেগে উঠুক। ছবি:গুগল
সর্বশেষ এডিট : ২৯ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশের শিক্ষিত প্রজন্ম রাজনীতির প্রতি বিমুখ কারণ তারা পল্টিবাজ রাজনীতিবিদ দের কার্যক্রম দেখে হতাশ। রাজনৈতিক ভাবে সুবিধা নেয়ার জন্য তারা নিজেদের অর্জিত সম্মান বিসর্জন দিতে কার্পণ্য করেন না। জুলাই...
...বাকিটুকু পড়ুন
আর্থিক বিষয়ে পরিষ্কার কয়েকজন রাজনীতিবিদের নাম জানতে চাচ্ছি। ১৯৯১ সালে বহুদলীয় রাজনীতি প্রবর্তিত হওয়ার পর থেকে ২০২৫ সাল পর্যন্ত সবচেয়ে সৎ কারা ছিলেন?
আমি জাতীয় চার নেতার এক নেতার ছেলে সৈয়দ...
...বাকিটুকু পড়ুন
সরনকালের সবচেয়ে খারাপ সময় পাড় করছে বাংলাদেশে-ভারত সম্পর্কে। কুটনীতি- বানিজ্য সবকিছুতেই যাচ্ছে তাই অবস্থা!!! সম্পর্ক খারাপ হবেই না বা কেন??? দিল্লি গত ১৭ বছর বাংলাদেশকে এক প্রকার...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সোহানী, ১৭ ই মার্চ, ২০২৫ সকাল ৮:৩৭

আচ্ছা আপনারা যারা নির্বাচন নির্বাচন কইরা কাপড় চোপড় নস্ট করতাছেন তাদেররে একটু জিগাই, এই ৫৪ বছর কি বা****টা ফালাইছেন??? (সরি ফর মাই ল্যাংগুইজ। বয়স যত বাড়ছে, ধৈর্য্য তত কমছে।)
১৫/১৬...
...বাকিটুকু পড়ুনকেয়া তুমি জানো,
আমি আগে ভাবতাম আমি পৃথিবী তে এসে কি পেলাম,
কিন্তু এখন ভাবি, আমি আমার দেবী কে পেয়েছি, তাকে ভালোবাসতে পেরেছি, আমার মতন করে,
আমার মনে হয় আমি বিশ্ব জয় করে... ...বাকিটুকু পড়ুন