আরো একটা বছর এর শেষ দিন,সুপ্ত বিকেল আর ম্লান স্বপ্ন,পাতার চাদরে রোদের আনন্দ আর শিশিরের ভেজা গান,ঢাকা শহরের ব্যাস্ততার ভিড়ে ক্লান্ত পাখির স্বপ্নদর্শী ডাক,মাঝে মাঝে মহাশূন্যের নিস্তব্ধত সঙ্গে রবি কিরণের বাড়ি ফেরার বার্তা,প্লাবনের পর বিস্তীর্ণ চরের উপর বয়ে যাওয়া হওয়ার মতো বুকের ভেতরে জমিয়ে রাখা কিছু আশার আর্তচিৎকার,অনেক দায়িত্ব আর নিজের প্রতি শ্রাবনসন্ধার কিছু প্রতিজ্ঞাকে সোনার বাক্সে নকশা করে মাথার ভেতর জমিয়ে রাখছি.
ছেড়ে যাওয়া এই বছরটাকে শুরু করার আগে চোখে স্বপ্ন ছিল কিন্তু সেগুলো প্রকাশ করার খুব একটা সামর্থ ছিল না,স্বাভাবিক হাই স্কুল এর স্টুডেন্ট দের মতো নতুন বই পাওয়ার অপেক্ষায় উম্মুখ ছিলাম,আমি ভাবতে জানতাম,কিন্তু ভাবনাগুলো আমাকে কিভাবে ভাবায় তার কোনো জ্ঞান আমার ছিল না,কিন্তু কে জানতো এই ২০১৮ জীবনটাই পাল্টে দেবে,১৬ বছরের বিভীষিকা একসাথে আটকে ধরবে,দম বন্ধ করা কফিন এর মতো করে দেবে.আমি জানতাম না,আমি ভাবিনি.নিঃশাস যখন জীবনের লাগাম টেনে ধরেছিলো,৩ বারের আত্মহত্যার চেষ্টা যখন কাজে লাগেনি,যখন কাছের মানুষগুলো ছেড়ে চলে গিয়েছে,যখন সব আশা ছায়া হয়ে দাঁড়িয়েছিল আমি জানিনা ভাগ্যের কোন পরিহাস আমাকে বাঁচিয়ে রেখেছে,কি উদ্ভাবন করার জন্য আমি আজ এসব লিখে চলেছি.
কিন্তু বছরটা যদি আমাকে কোনো ভালো জিনিস দিয়ে থাকে তবে তা হলো শিক্ষা,বেঁচে থাকার ইচ্ছা,নিজেকে জানার ব্যাকুলতা,আর কিছু অপরিচিত মানুষ যাদের কাছে আমি বিশ্বাস এর দাম চেয়েছিলাম.ইনসোমনিয়া,ডিপ্রেশন,ডিলুশনাল ডিসর্ডার এর মতো মানুষিক রোগে ভুগেছি আমি.কিন্তু আমি কি পেয়েছি সত্যিকারের জীবনে এসে?শুধুই মৃত্যুর সাধ,আমি জানি না আমি যদি কল্পনায় ভালো থাকি সবার এতো আপত্তি কেন?কিন্তু মা-বাবার হাজার বারণ,থেরাপিস্ট এর ওষুধ কোনোটাই আমার মতো অস্বাভাবিক মানুষকে ঠিক করতে পারে নাই.আমি এখনো কল্পনাতেই আছি,এখনো অনেক কিছু আগের মতো আছে,যেটা বদলে গেছে তা হলো আমার স্বপ্ন,দায়িত্ব,জীবন আর মানুষকে বিশ্বাস করার ক্ষমতা.
আমি এভাবেই ঠিক আছি,অনেক ভালো আছি,না আমার দরকার আছে কারো অনুতাপ না অনুশোচনা.আমি বদলায়নি না বদলেছে আমার ব্যাক্তিত্ব.আমি শুধু নিজেকে চিনি এখন,জানি ভাবনাগুলো আমাকে কি ভাবায়,কিভাবে সুক্ষ বিভ্রম আমার জীবনকে ভরিয়ে তোলে আর কিভাবে চেনা মানুষগুলো ছেড়ে চলে যায়.
তাই পজিটিভ হয়েই বলবো আমি এই দুই জীবনের সন্ধিক্ষণের বছরটার কাছে বেশ কৃতজ্ঞ আমাকে আরেকটা সুযোগ দেয়ার জন্য,পূর্ণতা পাওয়ার পথ দেখিয়ে দেয়ার জন্য আর আরেকবার আমার জীবনে ফায়ার না আসার প্রতিজ্ঞা করার জন্য
Happy new year (যদিও এটা বাঙালি সংস্কৃতি না)..আর যাদের আমি ইংরেজিতে পোস্ট দিয়ে শুধু শুধু বিরক্তি করেছি তাদের কাছে ক্ষমা চাচ্ছি.
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৫০