তামাক হচ্ছে এক ধরনের গাছের পাতা তামাক পাতাকে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে তামাকজাত দ্রব্যে রুপান্তর করা হয়। তামাকজাত দ্রব্যের মধ্যে রয়েছে সিগারেট, সিগার, বিড়ি, চুরুট, পাইপ ,সাদাপাতা, দোক্তা ,কিমাম ,হুক্কার তামাক, জর্দ্দা,নাস্যি,খৈনী,গুল ইত্যাদি । সিগারেটসহ সকল তামকজাত দ্রব্যে স্বাস্থ্যর জন্য ক্ষতিকর এ নিয়ে এখন আর কোন তর্ক বিতর্ক নেই।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার গবেষনায় বলা হয়েছে, বিড়ি - সিগারেটসহ তামাকজাত দ্রব্যে নিকোটিন , ডিডিটি, কার্বনমনোক্সাইড ৪০০০ এর বেশী ক্ষতিকর রাসায়নিক পদার্থ রয়েছে। যার মধ্যে ৪৩ টি সরাসরি ক্যান্সার সৃস্টির সাথে জড়িত। তামাক সেবন ও ধূমপানে বিভিন্ন প্রকারের ক্ষতি হয়ে থাকে।
তামাক সেবন কিংবা ধূমপান করলে স্বাস্থ্যর মারাত্বক প্রভাব পড়ে। যা ধীরে ধীরে মানুষকে মৃতু্যর দিকে ধাবিত করে। ধূমপান জনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়েপ্প্রতি ৮ সেকেন্ডে ১ জনএবং প্রতিবছর ৫৪ লক্ষ মানুষ মারা যাচে।ছ। উন্নয়নশীল দেশে যেভাবে ধূমপান প্রবনতা ১.১ হারে কমছে, সেখানে আমাদের মত উন্নয়নশীল দেশে ধূমপানের প্রবনতা ২.১ হারে বাড়ছে। এ অবস্থা চলতে থাকলে ২০৩০ সালে উন্নয়নশীল দেশগুলোতে বছরে ৭০ লক্ষ এবং উন্নত দেশে ৩০ লক্ষ মোট ১ কোটি মানুষ মৃতু্র মুখে পতিত হবে
সর্বশেষ এডিট : ২৩ শে আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:৫৮