১. পুরা ৫০ ওভার পাওয়ার প্লে রাখা যাইতো না? পাওয়ার প্লেতে ইংল্যান্ডের যে দুরাবস্থা দেখলাম,৫০ ওভার থাকলে তো প্রেস্টিজ নিয়া টানাটানি লাগতো।
২. মাঠের দর্শকগুলারে আরো বেশি গলা ফাটাইয়া চিল্লাইতে কওয়া দরকার আসিলো। ইংল্যান্ডের যতোগুলা আউট হইসে,এই ভয়াবহ টাইপ চিল্লানি শুইনা ভয় পাইয়াই হইসে।
৩. ইংল্যান্ডের কেউ চাইর ছয় মারলেই যেমনে মমতাজের 'নান্টু ঘটক' বাজানি শুরু হয়,সেই ভয়ে বেচারারা চাইর মারাই ছাইরা দিসে,ছক্কা তো মারবারই পারলোনা। মমতাজের গান আরো বেশি বেশি চাই। খালি চাইর ছয় না,ইংল্যান্ডের কেউ সিংগেল,ডাবল নিলেও গান বাজানি দরকার আসিলো- পোলা তো নয় সেতো আগুনেরই গোলা!!! ট্যাট্যং ট্যাটাং ...
৪. ওয়েস্ট ইন্ডিজের অবস্থা দেইখা ইংল্যান্ড খুবই ভয় পাইসে। কে জানে! ম্যাচ জিতলে আবার না জানি কি ঢিল মারে! এই ভয়েই বেচারারা খারাপ খেলসে।
যাই হোক,সব কথার শেষ কথা হইলো, বোলিং ভালো হইসে,আমরা খুশি। এইবার দেখা যাক ব্যাটিং দিয়া আমাদের কতটা খুশি করতে পারে টাইগারেরা।
গো এহেড টাইগার্স !!!
সর্বশেষ এডিট : ১১ ই মার্চ, ২০১১ সন্ধ্যা ৬:২৬