উইকিমিডিয়া বাংলাদেশ অবশেষে তার যাত্রা শুরু করল !
উইকিমিডিয়া ফাউন্ডেশন জনপ্রিয় মুক্ত অনলাইন বিশ্বকোষ উইকিপিডিয়া সহ ইন্টারনেট ভিত্তিক বিভিন্ন মুক্ত প্রকল্প পরিচালনা করে আসছে । একাজে সহযোগীতার জন্য সারা পৃথিবীতে উইকিমিডিয়া ফাউন্ডেশনের ৩৮ টি স্বীকৃত চ্যাপ্টার রয়েছে যার মধ্যে উইকিমিডিয়া বাংলাদেশ একটি।
উইকিমিডিয়া বাংলাদেশ ফাউন্ডেশনের বিভিন্ন শিক্ষামূলক মুক্ত প্রকল্পের প্রচার এবং প্রসারের লক্ষ্যে সমগ্র বাংলাদেশ জুড়ে কাজ করবে ।
উইকিমিডিয়া ফাউন্ডেশনের একটি প্রকল্প হিসাবে ২০০৪ সালে প্রথম বাংলা অনলাইন বিশ্বকোষ বাংলা উইকিপিডিয়া আত্মপ্রকাশ করে – কালক্রমে তা আজ অনলাইনে সবচেয়ে বড় বাংলা বিশ্বকোষ। সেই থেকে স্বপ্নের পথচলা শুরু । পরবর্তীকালে উইকিমিডিয়া ফাউন্ডেশনের প্রকল্পগুলোকে এগিয়ে নিতে পৃথিবীর বিভিন্ন দেশে ফাউন্ডেশনের স্থানীয় চ্যাপ্টার সমূহ গঠন শুরু হল । তখন থেকেই বাংলাদেশে একটি চ্যাপ্টার গঠনের ইচ্ছা দানাবাঁধতে থাকে এবং ২০০৮ সালে উকিমিডিয়ার মেটায় উইকিমিডিয়া বাংলাদেশ এর জন্য একটি পাতা শুরুর মাধ্যমে এ যাত্রা শুরু হয় । বাংলাদেশী উইকিপিডিয়ানরা এর পরের তিন বছর অনলাইন এবং অফলাইন বিভিন্ন কার্যক্রম ও কর্মসূচীর মাধ্যমে বাংলাদেশ চ্যাপ্টার গঠনের জন্য একটি সুসংগঠিত উইকিমিডিয়া সম্প্রদায় গঠনে কাজ করে যায় । এরই ধারাবাহিকতায় ২০১১ সালে শুরু হয় চ্যাপ্টার গঠনের মূল কাজ – টানা দুই মাসের পরিশ্রমের ফসল হিসাবে তৈরি হয় উইকিমিডিয়া বাংলাদেশ এর গঠনতন্ত্র, যা খসড়া হিসাবে ফাউন্ডেশনের কাছে জমা দেয়া হয় । প্রায় পাঁচ মাসের যাচাই বাছাই ও সংশোধনের পর গত ৩রা অক্টোবর উইকিমিডিয়া ফাউন্ডেশন উইকিমিডিয়া বাংলাদেশকে চ্যাপ্টার হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয় । বর্তমানে উইকিমিডিয়া বাংলাদেশ অলাভজনক প্রতিষ্ঠান হিসাবে স্হানীয় নিবন্ধনের জন্য কাজ করে যাচ্ছে ।
উইকিমিডিয়া বাংলাদেশ–এর এই অনুমোদনের মাধ্যমে বাংলাদেশ ও বাংলা ভাষা এবার মুক্ত জ্ঞান চর্চার বিশ্বে সামনের কাতারে এসে দাড়ালো ।
উইকিমিডিয়া বাংলাদেশ এর ওয়েবসাইট :bd.wikimedia.org
উইকিমিডিয়া বাংলাদেশ এর facebook পেজ :www.facebook.com/WikimediaBD
সামহোয়্যার ইন ব্লগ এ উইকিমিডিয়া বাংলাদেশ :www.somehereinblog.net/blog/WikimediaBDblog
[লেখাটি পরবর্তীতে উইকিমিডিয়া বাংলাদেশ এর সাম.ইন. ব্লগ একাউন্টে ও প্রকাশ করা হবে]
সর্বশেষ এডিট : ০৬ ই ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:১৪