ইদানীং সামুতে দেখছি ভালো লেখা খুব একটা আসছে না । আর আসলেও সেগুলো খুব বেশী পাঠক জনপ্রিয়তা পায় না । পক্ষান্তরে, রাজনীতি সম্পর্কিত পোস্টগুলো কিংবা কোন বিষয়ের বিতর্কিত পোস্টগুলো ব্যাপক পড়া হয় অর্থাৎ পোস্টে হিট বা মন্তব্য থাকে অনেক বেশী ।
এসব পোস্টের লেখক সরাসরি বলেই দেন, ভালো না লাগলে যতখুশি মাইনাস দেন । অর্থাৎ পাঠকের ভালো লাগল কি লাগল না তাতে তার মাথা ব্যথা নাই, কারণ সে খুব ভালো করেই জানেই এটি ভালো লাগার মত কোন পোস্ট নয়, তার দরকার পোস্টে হিট বাড়ানো, মন্তব্য বাড়ানো ।
এ ধরণের লেখকদের আমাদের এড়িয়ে চলা উচিৎ । তাদের পোস্টে হিট সংখ্যা বাড়ানোর এ অপচেষ্টা আমাদেরকেই রুখতে হবে । এ ধরনের পোস্ট না পড়লেই হিট সংখ্যা কমে যাবে এবং অসাধু উদ্দেশ্য ব্যর্থ হবে ।
আমরা একটা কাজ করতে পারি, পোস্টের টাইটেল দেখে পোস্ট পড়বেন কিনা ঠিক করুন । কোন পোস্টে যদি ২০ টার বেশী মাইনাস দেখা যায়, তাহলে আর অযথা সেই পোস্টে ক্লিক করে হিট সংখ্যা বাড়ানোর কোন দরকার নেই । কারণ, একজন বা দুইজন শত্রুতা বশত: পোস্টে মাইনাস দিতে পারেন কিন্তু ২০ জন মাইনাস দিলে নিশ্চয়ই ভেবে দেখার কারণ আছে বৈ কি ।
আর ভালো লেখাকে উৎসাহিত না করতে করতে অনেক ভালো ব্লগারই এখন আর সামুতে লেখেন না । অনেকেই বিদায় নিয়েছেন, অনেকেই নিষ্ক্রিয় হয়ে গেছেন । আসুন বাংলা ব্লগিং - এর বৃহত্তর স্বার্থেই এসব হিট সর্বস্ব লেখকদের আমরা প্রতিহত করি । হিটলারকে সবাই এক নামে চেনে, কিন্তু হয়তো আইনস্টাইন কে হয়তো অনেক অশিক্ষিত ব্যক্তিই চেনে না । তাই বলে তো হিটলার আইনস্টাইন থেকে বড় ব্যক্তিত্ব হয়ে যায় নি । দেখতে হবে কাজের ধরণ ।
মডারেটরদেরও এ ব্যাপারটা খতিয়ে দেখা উচিৎ ।
একটি সুস্থ ও সুন্দর বাংলা ব্লগিং এর পরিবেশ দেখার অপেক্ষায় রইলাম ।