স্বাধীনতার অপব্যবহারে সমাজের ৯৯% মানুষ খারাপ হয়ে গেলে তাতে আমার কোনো যায় আসে না। স্বাধীনতা একটা ভাল মানুষ(প্রকৃত মানুষ) তৈরী করতে পারলে এটাই আমার কাছে যথেষ্ট। কারন আমরা অধিকাংশই ৯৯% এর দলে। ছিঃ ছিঃ করা আমাদের স্বভাব।
তাই পাশ্চাত্যের যৌন স্বাধীনতায় কতজন অপব্যবহার করল-সেটা আমার কাছে তুচ্ছ। কতজন প্রকৃত মানুষ তৈরী করতে পেরেছে-সেটাই আমার কাছে মুখ্য। এদিক থেকে মনে হয় তারা অনেক স্বার্থক। স্বাধীনতাই পারে আমাকে সাহায্য করতে-আমার নিজের সম্পর্কে জান্তে-গোটা বিশ্বকে বিশ্বের মত জানতে। তাই আমি ছিঃ ছিঃ এর দলে নাই। কারন এদের অধিকাংশই কুপমুন্ডুক।
প্রেমের চর্চায় কতজন রাজীব তৈরী হলো সেটা আমার কাছে তুচ্ছ। রাজীবদের জন্য থাকবে কঠোর আইন। কতজন লাইলী-মজনু তৈরী হলো, সেটাই আলচ্য বিষয়। তাই প্রেমের স্বাধীনতার বিপক্ষে আমি কখনোই নই।
ধর্ম নামের বেড়াজালে থেকে - নিজেদের সংখ্যা নিয়ে যতই বড়াই করুক – একজন হুমায়ুন আজাদই আমার কাছে অনেক। কারন উনি সম্পুর্ন নতুন মানুষ। আর আমরা বাপ-দাদাদের অনুকরন করে-শান্তির নামে নিজেদের স্বান্তনা দিয়ে যতই বড়াই করি না কেনো – আমি এই আমাদের দলে নাই। কারন নতুনকে স্বাগত জানানোই আমার অভ্যাস।
আমার এই লেখা পড়ে কতজনের আঁতে লাগলো-সেটা নিয়ে আমি ভাবি না। একজন আমার সাথে সহমত পোষণ করলে-সেখানেই আমার স্বার্থকতা। একজন না থাকলেও আমার খারাপ লাগবে না। কারন আমি ভাল করেই জানি-এ সমাজের অধিকাংশ মানুষই স্তাবক টাইপ। তাই আমি এদের নিয়ে ভাবি না।
সর্বশেষ এডিট : ১০ ই জুন, ২০১১ রাত ১১:০৭