আবেগ ও ভালবাসা একটি আরেকটির সাথে সম্পৃক্ত।
আবেগ আগে নাকি ভালবাসা আগে?
নাকি আবেগ থেকে ভালবাসার সৃষ্টি?
নাকি ভালবাসার ফুলের ফল হচ্ছে আবেগ?
ভালবাসার মধ্যে যদি আবেগ বলে কিছু না থাকতো ,
তবে হয়ত ভালবাসা বলে হয়ত কিছু থাকতো কি না আমার জানা নাই।
আবার এই আবেগের কারণেই ভালবাসার মধ্যে কষ্টের সৃষ্টি হয়।
আর ভালবাসার মধ্যে কষ্টের পরিমাণ বেশি হলে ভালবাসা কেমন জানি তেতো হয়ে যায়।
ভালবাসা হয়তো থাকে কিন্তু ভালবাসার আনন্দ হয়তো থাকে না।
মাঝে মাঝে তো বুঝি না ভালবাসার মধ্যে সুখ বেশি নাকি দুঃখ ?
ভালবাসায় একটা মজা আছে, ভালবাসার মানুষটা যখন আমার কারণে খুশি দেখি,
তখন মনে একটা প্রশান্তি পাওয়া যায়।
তখনই বোঝা যায় ভালবাসার আনন্দ।
তার সুখ দুঃখের মাঝে যখন আমি থাকি তখন বোঝা যায় ভালবাসার প্রশান্তি।
তাই ভালবাসা আর আবেগ আমার মনে হয় একই কথা