মধু মাসের সুমিষ্ট ফল লিচুতে সয়লাব হয়ে গেছে যশোরের শার্শা উপজেলার বিভিন্ন স্থানীয় বাজারে। সুমিষ্ট ফল লিচুর মধ্যে আছে নানা ধরনের পুষ্টি গুন। দেশের অন্যান্য স্থানের মতো দিনাজপুর, কুষ্টিয়া, মেহেরপুর, রাজশাহী ও নড়াইল জেলায় লিচু চাষ বেশি হয়। মৌসুমি ফল লিচু এসব জেলা থেকে আমদানি করে চাহিধা মেটানো হতোর শার্শা বাসীর। তবে এখন হয়ত সে দিন ফুরাবে।
স্থানীয় চাষীদের উৎপাদিত চায়না ও বোম্বে লিচুতে চাহিধা মিটবে শার্শা বাসীর। কমেবে বাহিরে থেকে লিচু আমদানি। শার্শা উপজেলাতে সু-মিষ্ট মৌসুমি ফল লিচুর বাম্পার ফলন হয়েছে। এলাকার চাহিদা মিটিয়ে শার্শার লিচু যাচ্ছে বিভিন্ন জেলা শহরে। এককেজি লিচু দাম ১৫০ থেকে ১৮০ টাকা। একশ লিচেু বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৩৮০ টাকায়। লিচু চাষে আগ্রহ বাড়ছে কৃষকের। অল্প খরচে লিচু চাষে ফলন পাওয়া যায় দীর্ঘদিন এতে প্রতিবছর কৃষককের আসে বাড়তি অর্থ। তাই শার্শায় বাড়ছে লিচু চাষ। উপজেলা কৃষি কর্মকর্তা হীরক কুমার সরকার জানান উপজেলায় ২৩৫বিঘা জমিতে লিচু চাষ হয়েছে।
ব্যবসায়ি আলিম সরদার জানান, এলাকায় হতো না লিচু চাষ, রাজশাহী দিনাজপুর, কুষ্টিয়া, মেহেরপুর সহ বিভিন্ন এলাকা থেকে আসতো লিচু-স্থানীয় লিচু চাষ বেড়ে যাওয়ায় এলাকার চাহিদা মিটিয়ে লিচু যাচ্ছে বাইরে, উপকৃত ও লাভবান হচ্ছে চাষী ও ব্যবসায়িরা।
তিনি বলেন, ধান পাট চাষে লস, ১০বিঘা জমিতে করেছেন লিচু চাষ। তিন বছর পর থেকে পাওয়া যায় লিচুর ফলন-এবার দুইলাখ টাকার লিচু বিক্রি হবে-সংসারে আসবে শান্তি-লাভবান চাষ লিচু।
তার লিচু চাষ দেখে এলাকার অনেক কৃষক লিচু চাষ করেছেন।
এবার লিচুর বাম্পার ফলন হয়েছে বলে জানান-শার্শা বারীপোতা গ্রামের সফল লিচু চাষী সিরাজুল ইসলাম।
কৃষি পল্লী এলাকা খ্যাত যশোরের শার্শা বেনাপোল এলাকা। ধান পাট সবজি, আখ, আম, পেয়ারা, ডালিম, জিরা, ইল্চা চাষের পর এখানে বানিজ্যিক ভাবে শুরু হয়েছে লিচু চাষ। কমেছে রাজশাহী সহ বিভিন্ন এলাকা থেকে লিচু আমদানি-ভাল মানের লিচু বাজারে আসায় সরবরাহ সহ বেচাকেনা বেড়েছে।
বাহির এলাকা থেকে লিচু আসেনি-এলাকার লিচু বিক্রি করছি-দাম পাচ্ছেন চাষী। লাভবান হচ্ছেন তারা। ক্রেতাও এলাকার কমদামে এলাকার লিচু পেয়ে খুশি বলে জানান নাভারন ও শার্শা বাজারে লিচু বিক্রেতা শেখ মুনতাজ আলীও আবির হোসেন।
বাগান থেকে লিুচ কিনে বিক্রি করেন কাশেম আলী-তিনি বলেন-এবার লিচু চয়েছে ভাল। এলাকার লিচু যাচ্ছে যশোর নড়াইল সহ বিভিন্ন এলাকায়।
মৌসমি ফল লিচু কিনতে বাজারে আসা । স্থানীয় লিচু মিষ্টিভাল। তবে দাম কিছুটা বেশি বলে জানান লিচু ক্রেতা সাইদুর রহমান ।
চায়না ও বোম্বাই জাতের সুস্বাদু লিচু চাষ করে কৃষকরা হচ্ছে লাভবান-এলাকার চাহিদা মিটিয়ে লিচু যাচ্ছে বিভিন্ন এলাকায়-চাষে আগ্রহ বাড়ছে কৃষকের, বাড়ছে চাষ ও ফলন একথা বলেন- উপজেলা কৃষি কর্মকর্তা হীরক কুমার সরকার।
সুমিষ্ট ফল লিচু কিনতে আসা ক্রেতা জাবের রেজওয়ান রুমেল বলেন এক কেজি লিচু কিনছি চারশত টাকা দিয়ে লিচু মিষ্টি তবে দাম একটু বেশি।