এই যে এত সব নন্দন কাননে ফুলেরা শৈশব হারা হয়, এই শোক কি এলাচ বৃক্ষের বুক থেকে মুছে যাবে? বিড়ালেরা ঝাঁক বেধে নাইতে যাচ্ছে হলুদ সরোবরে, তাদেরও নাকি জোস্নার ঘ্রাণ, মুছে নিতে হবে নাক থেকে।
একি শোক! নাকি অন্ধ প্রজাপতির, পাখির চোখে চুমু খেয়ে, জুরাসিক গুহায় বসে থাকা নগ্ন ডায়নোসোরের থির থির কান্না দেখে ফেলা! সব কিছু নাকি মরে যায়! হায়! আশ্চর্য হতাশার কোল, খালি হয়ে কোন পথে যেন চলে গেছে!
ওহে বালক, ওহে জন্ম আমার, তোমারো কি দুঃখ আছে! তোমারো কি মনে হয়, এই জাম বাগানে, আরো এক রাত হ্যাজাক আলোর পুঁথি পড়া হবে! কোথায় তুমি হে সবুজ রাত? আঙুলে কীসের শোক?