কাফকার ডাইরি।
শিকারের ব্যার্থতায় চলে যাচ্ছে এক অন্ধ জোনাক, উড়ে যাচ্ছে, কোথায়? যেখানে নিঁখোজ ঋতুর খোঁজে আসেনা, না-অন্ধ, না-চিঠি, না-তীর্থযাত্রী। ভেসে যাচ্ছে, মাঠ থেকে মাঠে, গেঁথে আলোর পারদে, লেবু ঝোপে, রাতের ধমনীতে। আর কত যে সবুজ ক্রিস্টালের গুঁড়ো লেগে আছে আমাদের কমলা বাগানে! পৃষ্ঠায়-পৃষ্ঠায়।
-ওহে জোনাক, ওহে অন্ধ আলো! কি দেখলে সভ্যতা?
-বৃত্তাঙ্কন... বাকিটুকু পড়ুন