মুক্তিযুদ্ধের চেতনা নামে একটি তত্ত্ব কে বা কারা আবিষ্কার করেছে, যার মূল থীম হচ্ছে - যারা আওয়ামী লীগকে এবং কেবল মাত্র আওয়ামী লীগকে মুক্তিযুদ্ধের স্বপক্ষ শক্তি হিসেবে মেনে নেবেনা, তারা সবাই আসলে স্বাধীনতার বিপক্ষ শক্তি। অনেকটা জর্জ ডব্লিউ বুশ এবং স্টার ওয়ার্সের ডার্থ ভেডারের সেই বিখ্যাত উক্তির মত - If you are not with me, you are my enemy....
তাদের এই ধারণা প্রতিষ্ঠিত করার পক্ষে কোন যুক্তি নেই, আছে কেবল বুক ভর্তি আবেগ। আবেগ আর আবেগ। আবেগে ডুবে গিয়ে এমন সব কথাবার্তা বলে বেড়ায়, যা শুনে হাসবো না আবেগে কাইন্দালাইবো - বুঝি না। এমন একটি আবেগীয় উক্তি হল - ইস! জন্ম যদি হোত মাগো একাত্তরের আগে, অস্ত্র কাঁধে যুদ্ধে যেতাম দারুণ ভাবাবেগে।
আসলেই, মুক্তিযোদ্ধা, তাদের সন্তান ও নাতিপুতিদেরকে এমন ঝুড়িভর্তি সুযোগ সুবিধা দেখে কার না লোভ লাগে। আমার বাবার উপর মাঝে মাঝে খুব রাগ লাগত, কেন ১৭ বছরের টগবগে যুবক হওয়া সত্ত্বেও বাবা মুক্তিযুদ্ধে গেলনা! তাহলে আজকে গর্ব করে বুক ফুলিয়ে বলতে পারতাম - আমি মুক্তিযোদ্ধার সন্তান!
অনেক চেতনাধারী তাই শখ করে, যদি টাইম ট্রাভেল করা যেত! তাহলে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন হবার আনন্দে শরীক হওয়া যেত। কিন্তু আপনারা কি মনে করেন? ব্যাপারটা কি এতই সোজা? হুমায়ূন আহমেদের লেখা জোছনা ও জননীর গল্প পড়ে মনে হয় যুদ্ধ একটা এ্যাডভেঞ্চার। মুক্তিযোদ্ধারা জাস্ট হাসি তামাশা করতে করতে দেশ স্বাধীন করে ফেলেছে। তার পরিচালিত যুদ্ধের ছবি শ্যামল ছায়ায় মুক্তিযোদ্ধাদের যে অপারেশন দেখা গেল, তাতে মনেই হলনা তারা প্রবল প্রাক্রমশালী কোন সামরিক বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছে। কয়েকটা গ্রেনেড ছুঁড়ে আর মেশিনগান চার্জ করেই খেল খতম করে ফেলেছে।
এত মজার যুদ্ধ করে মুক্তিযোদ্ধা খেতাব পাবার শখ কার না হয়? তাইতো চেতনাধারীরা একটা মুক্তিযুদ্ধ করে সন্তুষ্ট নয়, তারা বিরানী খেয়ে দ্বিতীয় মুক্তিযুদ্ধ করতে চায়, সেই মুক্তিযুদ্ধে আবার শহীদও হয় (চেঁচাতে চেঁচাতে মারা যাওয়া কার্টুনিস্ট শান্তকেও শহীদ আখ্যা দেয়া হয়)। এরা কেউই আসলে যুদ্ধের ভয়াবহতা সম্পর্কে বিন্দুমাত্র অবগত নয়। কারো মাথাতেই যে নিতান্ত বাধ্য না হলে কেউ বউ সন্তানকে অনশ্চিত পরিবেশে ছেড়ে দিয়ে অজানার পথ পাড়ি দিতে চায়না।
এই ছবিটি দেখে আমি চোখের পানি ধরে রাখতে পারিনি। হয়তো সেদিন বেশি দূরে নয় যেদিন আমার বউকে এই মেয়েটির মত বাধভাঙ্গা চোখের জলে আমাকে বিদায় দিতে হবে। আমার অনাগত সন্তানকে কোলে নিয়ে আমিও এই যুবকটির মত সেদিন কান্নায় ভেঙে পড়ব। তখন কেমন কষ্ট হবে আমার? কি চলতে থাকবে আমার স্ত্রীর মনে? আমার সন্তানটিকে নিয়ে কোন অনিশ্চয়তার পথ ধরবে সে? আমার আজকে রাতে বোধ হয় ঘুম হবেনা
সর্বশেষ এডিট : ০৯ ই মার্চ, ২০২২ সকাল ১০:২৬