ডাচ বাংলা ব্যাংকের মসকারি আর মেনে নিতে পাড়ছি না । কোর আপডেটের নামে মাস-ব্যপিয়া সারবার অফলাইনে রাখে । আবার মোবাইল ব্যংকিং এর কোন তথ্যই মোবাইলে আসে না ,ব্রান্সে যেয়ে জানতে হয় বা কেয়ারে কল করে জানতে হয় । মানে ৫০০ টকার পেমেন্ট চেক করতে ৫০ টাকা খরচ । কারন, ১০ মিনিটের আগে কেউ কল ধরে না । কল করে মায়ের নাম,বাপের নাম সব কইতে হয় ।
এই মাসের ১ তারিখে ৬৫০ টাকার স্যান্ডেল ১৯৫০ টাকা দিয়ে কিনতে হয়েছে ডিবিবিএল এর কার্ডের সুবাদে। কার্ড দিয়ে পেমেন্ট করতে যেয়ে ২ ই বার ফেইল মারছিল । পরে ব্র্যাক ব্যংক এর কার্ড দিয়ে জুতা কিনে বড়ি আসি । এসে ব্যংক স্টেটমেন্ট চেক করে দেখি ঐ ২ বারের টাকাও কেটে নিছে । মানে ৬৫০X৩ = ১৯৫০ টাকা আমার স্যান্ডেলের দাম ।
স্যান্ডেল স্টুরে কথা বলে এন্ড ডিবিবিএল এর কেয়ারে কথা বলে পরের দিনই ব্রান্সে যেয়ে এক পাতার একটা দরখাস্থ দেই । ( মামার বিয়ের জন্য ছোট কালে হেড সারের কাছে দরখাস্থের ন্যায় ) । ২ সপ্তাহ এর মধ্যে টাকা ফিরত দেবার কথা থাকলেও ৩ সাপ্তাহ পর কোন টাকা রিফান্ড আসে নাই । ঈদের ছুটির কারনে আমিও আর কিছু করি নাই । এখন ১ মাস হতে চলছে আজ ব্যাংকের স্টেটমেন্ট চেক করতে যেয়ে দেখি পুরাতন কোন ট্রানজেকশন নেই । মানে কোরি আপডেটের পর ইন্টারনেট ব্যাংকিয়ে পুরাতন কোন তথ্য পাচ্ছি না ।
আমার এই টাকা আধ পাব কিনা ঠিক বুঝতে পারছি না। হা ভাল কথা আমার স্যান্ডেল জোরা ঐ দিন হুছট খেয়ে ছিড়ে গেছে এখন আর পড়া যাচ্ছে না।
সর্বশেষ এডিট : ২৯ শে আগস্ট, ২০১২ রাত ১০:৫৩