আরণ্যক স্তন-যোনি চিরে-ছিঁড়ে বেশ্যা-শহরের শৃঙ্গার ও রমণ
অবৈধ দম্পতি, দালাল, ধনিক আর বণিকের...ভয়াবহ ভ্রমণ।
কর্পোরেট ম্যারাথন; ক্যাপিটাল, ব্রেইন ব্রন; পারফ্যুম ও বেশ্যালয়-
সুদর্শন সুদক্ষ সুটেড-বুটেড ভাঁড়...ভাঁড়দের শীৎকার, "নারী তুমি কার?", নারী নয়, নারী নয়..
সারি সারি চারিদিকে আমি দেখি বেশ্যার ভিঁড়...প্রেম নয়, ক্ষেম নয়; মদ আর মাগীদের দেহের প্রলয়।
জানে মান, Missing u very much!", মিসড কল, ব্যাক কল-
...পার্কে না লেকে? কৃত্রিম কাপল- একটু উষ্ণতা! সিনেপ্লেক্স-কমপ্লেক্স অথবা মার্কেট-মল;
মিশন ইম্পসিবল...বঙ্গের জেমস বন্ড : ব্যান্ড-চেইন; গ্লাস-ঘড়ি-মানিব্যাগ...
পাজেরো, মিৎসুবিশি- একখানা হলে হতো বেটার!
আজ গেলে কাল পাবো...শো-কেসে থরে থরে প্রেমিকার ইনটেক ডল:
নিন কিনে কুইক একখানা স্যার।
বৃত্তীয় হাই-বাই, চাইনিজ-থাই-ফ্রাই; কেএফসিতে টুংটাং, বেইলিতে ভুংভাং-
ব্যস্ত নায়ক-রাজ, রাজ্যের কত কাজ! সব শালা নায়ক আজ; ফায়ার অ্যাণ্ড স্মোক, বেনসন-ভাং।
নায়ক অবৈতনিক, ঘুম যে অনৈতিক...বিনিদ্র রাতজুড়ে চিন্তিত চ্যাট:
"দৈনিক চৈনিক ফুড ইজ নট গুড!"...হেভি খেয়ে হচ্ছে যে বেবি মোর ফ্যাট।
দু'টি শিশু শীতরাতে ফুল গাঁথে ফুটপাতে, শহরের রাস্তায় শতাব্দী ঘুরে-ফিরে
বিষণ্ণ ফুল নিয়ে বুভুক্ষ দিনশেষে, একরাতে চেয়ে দেখে আশ্চর্য প্রজাপতি আসে হেঁটে নীল পাঁয়ে।
পৃথিবীর সব আলো একে একে নিভে গেলে,
রজনীগন্ধা-বেলী অথবা গোলাপ-জুই রাশি রাশি, বিশুষ্ক ঝরে পরে সারারাত ছায়াপথে,
তাদের নিস্তব্ধ উদোম শীর্ণ গায়ে।
আশ্চর্য অন্ধকারে ঘুণপোকা কেটেছিল যাদের হৃদয় আর মানবিক ক্ষণ,
মূর্খ রূপসী নয়; নির্বোধ নায়িকা নয়, -তাদের মাতাল রাতে যে সব অন্ধকবি খুঁজেছিল মন,
ঘাসের গহীনে মৃত একটি জোনাকি-দেহের 'পরে দেখেছিল শিল্পনগরীর ব্যর্থ নিয়ন-আয়োজন।
সর্বশেষ এডিট : ২১ শে মে, ২০২০ বিকাল ৩:৪৫