ইতিহাস আর দর্শন জানতে হলিউডের মুভি বিতর্কিত হতে পারে, বাট ফেলে দেওয়ার মতন কিংবা একপেশে বলে সরিয়ে রাখার মতন কিছু না। এইটা মানতে হবে যে, ওদের মধ্যে পাশ্চাত্যের খ্রীস্টিয় চোখ দিয়ে সবকিছুকে দেখার সমস্যাটা আছে (যেইটার কথা "ওরিয়েন্টালিজমে" সাইদ বলেছেন), বাট তারপরও ইতিহাসের দৃশ্যায়ণে ওদের অবজেক্টিভিটির ধারে-কাছে অন্য কোন ইন্ড্রাস্টি নেই। ইতিহাসে জিউদের ভূমিকা, খ্রীস্টবাদের উত্থান, জিউয়িশ নবীদের তৎকালীন পরিস্থিতির সাথে সংগ্রাম করে টিকে থাকা, বাইবেলের দৃশ্যায়ন, মোজেস-জেসাস-মোহাম্মদের চরিত্র-নির্মাণ কিংবা গ্রীস, রোম, মিশর, আলেকজান্ডার, সিজার, ক্লিওপেট্রা, লুথার হতে চার্চিল, লিংকন এমনকি রামানুজন, আইনস্টাইন, হাইপেশিয়া কিংবা ইউরোপীয়-আমেরিকান ক্লাসিক রচনাগুলোর নির্মাণে হলিউডের প্রতিদ্বন্ধী একমাত্র হলিউড। ওরা ভাইকিং নিয়ে সিরিজ বানায়, রোম নিয়ে সিরিজ বানায়, নাইট টেম্পলার-ফ্রি মেসনারি নিয়ে সিরিজ বানায় এমনকি মুসলমিরা কিভাবে বাইজেন্টা্ইনকে পরাজিত করে অটোমান স্থাপন করেছে সেইটা নিয়েও পুরোপুরি নিরপেক্ষ সিরিজ বানায় (নেটফ্লিক্সের অটোমান : দা রাইজ অব এম্পায়ার দেখতে পারেন, সম্ভবত মুসলিমরাও নিজেদের এমন ভাবে তুলে ধরতে পারতো না আর্টের কোন শাখা দিয়ে)।
আরো অনেক কিছু বলার আছে...আপাতত এটুকু।
সর্বশেষ এডিট : ১৮ ই মে, ২০২০ বিকাল ৩:০৪