প্রতিদিন বিকেলের শেষ রোদে একটি বিড়ালের সঙ্গেই আমার ঘুরে-ফিরে দেখা হয়,
হেরাক্লিটাস ফিসফিসিয়ে বলে যান, এ বিড়াল সে বিড়াল নয়;
একই নদীতে দু'বার কেউ নামতে পারে না,
তবুও ফিরে আসে বিকেলের শেষ রোদ, যে রোদে বিড়ালটি দে জা ভু হতে পারে না।
কয়েকটি মাছের কাঁটার সফলতা বিড়ালের আমি কখনো দেখিনি,
ওরা কি এক অখন্ড নাকি নানা দেহে খন্ডিত- এসব নিয়ে আজো ভাবিনি।
তুষারের ধবল শুভ্রতায় দেখেছি শুধু আশ্চর্য অবলীলায় ঐশ্বরিক আলোড়ন,
দেখেছি বুদ্ধের ধ্যান; বুঝেছি- জাতিসংঘ, সমাজ, রাষ্ট্র-- এসবই নিষ্প্রয়োজন।
সর্বশেষ এডিট : ০৩ রা জানুয়ারি, ২০১৯ রাত ১১:২৯