এক বন্ধুর কাছে শুনেছিলাম,French is the language of love আর German is the language of anger..আগ্রহ বাড়ল।ফ্রেঞ্চ আর জার্মান গান শোনা শুরু করলাম।র্যামস্টেইনের সাথে পরিচয় হল তখনই।
র্যামস্টেইন(rammstein) একটি জার্মান মেটাল ব্যান্ড।উইকিতে তাদের গানের ধরণ লেখা আছে-Neue Deutsche Härte (new German hardness)।তবে অনেকেই ওদের industrial metal,আবার কেউ কেউ Tanz-Metal (dance metal) বলতে আগ্রহী।আমি জার্মান বুঝি না,আমার কাছে ড্যান্স মেটাল হিসেবেই ওদের অ্যাপ্রপ্রিয়েট মনে হয়।
ব্যান্ড মেম্বাররা হলেন-Till Lindemann (লিড ভোকাল), Richard Z. Kruspe (লিড গিটার), Paul H. Landers (রিদম গিটার), Oliver "Ollie" Riedel (ব্যাস গিটার), Christoph "Doom" Schneider (ড্রামস) and Christian "Flake" Lorenz (কীবোর্ড)।
রামেস্টেইন ব্যান্ডটি গঠিত হয় গিটারিস্ট রিচার্ড জ়ে ক্রপস-এর মাধ্যমে। তিনি আমেরিকান ব্যান্ড কিস-এর দ্বারা গভীরভাবে অনুপ্রাণিত ছিলেন তখন। বার্লিন দেয়াল পতনের পর তিনি সচরিন শহরে যান, যেখানে টিল লিন্ডম্যান বাক্স বুনতেন এবনফ ফাস্ট আরসচ নামের একটি ব্যান্ডে ড্রাম বাজাতেন। রিচার্ড তখন বাস করতেন অলিভার রাইডেল এবং ক্রিস্টোফার স্রডিঞ্জার-এর সাথে। তিনি এমন একটা কিছু করতে চাচ্ছিলেন যাতে গিটারের শক্ত কাজের সাথে যন্ত্রের একটা সংমিশ্রণ থাকে। তারা তিনজন নতুন কাজ শুরু করলেন। কিন্তু আবিস্কার করলেন যে এটা খুবই কঠিন গান লেখার পাশাপাশি মিউজিক করা। তাই তিনি লিন্ডম্যানকে অনুরোধ করলেন তাদের ব্যান্ডে যোগ দিতে। পরে এক সংগীত প্রতি্যোগিতায় তারা প্রথম হয়ে পল এইচ, ল্যান্ডার-এর মনোযোগ কাড়লেন। তারপর ক্রিস্টিয়ান লরেঞ্জ তাদের ব্যান্ডে যোগ দেন।
অনেকক্ষণ তো থিওরিটিক্যাল কথাবার্তা হল,এবার এই গানটা শুনে নেন।
Du Hast
কি? সচরাচর মেটাল থেকে কি ব্যাতিক্রম কিছু খেয়াল করতে পারলেন?Kruspe-র গিটার আর "Flake" Lorenz-র কীবোর্ড শুনলে মনে হয়,পৃথিবীটাই বোধ হয় ড্যান্স মেটালে নাচছে।
এবার এই ভিডিওটা দেখুন।
Ich Will
কেমন লাগল?ভাল লাগার কথা।তবে গণহারে এদের ভিডিও দেখবেন না।কিছু কিছু ভিদিও বেশ এক্সপ্লিসিট।স্পেশিয়ালি "Pussy" এবং Bück dich(Worcester, Massachusetts concert version) ফর গড সেক দেখতে যাবেন না।
এক্সপ্লিসিটি থেকে বের হয়ে আসার জন্য এই গান দুইটা দেখুন।
Sonne
Engel
du riechst so gut
এবার এদের বিশেষত্বে আসি।এদের কনসার্টের অন্যতম বিশেষত্ব হল pyrotechnics,সহজ বাংলায় আগুন নিয়ে খেলা।ম্যাক্সিমাম কনসার্টে এরা ছেলেখেলার মত আগুন নিয়ে মত্ত হয়।এদের ভোকাল লিন্ডম্যান একজন লাইসেন্সড পাইরোটেকনিশিয়ান। তাদের ভক্তরা তাই বলে, "অন্যান্য ব্যান্ড বাজায় আর রামেস্টেইন পোড়ায়!" ২৭ শে সেপ্টেম্বর, ১৯৯৬ সালে বার্লিনে কর্নসাটে একটি দুর্ঘটনা ঘটে যেখানে আগুন দর্শকদের মাঝে পড়ে যায়। তারপর থেকে তারা পেশাদার লোক নিয়োগ করে ঘটনা সামলানোর জন্য। ভোকাল টিল লিন্ডম্যান একজন লাইসেন্সপ্রাপ্ত অগ্নিখেলোয়াড়, যিনি তার কানে, চুলে ও বাহুতে আগুনের আঘাত খেয়েছেন। রামেস্টেইন ব্যান্ডের সদস্যরা আজব ধরণের পোশাক পড়েন। মঞ্চে মিলিটারী পোশাক, হেলমেটো পড়েন তারা। ১৯৯৮ সালে আমেরিকা সফরে তারা মঞ্চে অশ্লীলতার দায়ে এক রাতের জেল খাটেন ও ২৫ ডলার জরিমানা দেন।এইতা দেখলে ক্লিয়ার হবে।
Feuer Frei!
১৯৯৯ সালে কলম্বিয়া হাই স্কুল হত্যাযজ্ঞের খুনীদের পরনে ছিল রামেস্টেইন ব্যান্ডের টি-শার্ট। ২০০৪ সালে রাশিয়ার বস্লান স্কুল সংকটের সময় অপরাধীরা তাদের নিজেদের চাঙ্গা রাখতে রামেস্টেইন ব্যান্ডের গান শুনত অবসর সময়ে। তাদের বেশ কিছু মিউজিক ভিডিও অশ্লীল উপাদানে ভরা থাকায় নিষিদ্ধ হয়। সত্য ঘটনা অবলম্বনে মানুষের মাংস খাওয়া নিয়ে ভিডিও মেইন টেইল (আমার অংশ) জার্মানিতে বিতর্ক সৃষ্টি করে। ৫.৫ মিলিয়ন ডলার জরিমানা দিতে হয় ব্যান্ডটিকে গল্পের প্লট চুরির জন্য। ২০০৯ সালে মুক্তি পাওয়া তাদের সর্বশেষ অ্যালবামটি প্রাপ্ত বয়স্কদের জন্য রেটিং প্রাপ্ত এবং প্রকাশ্যে বিক্রি করা নিষিদ্ধ করেছে জার্মান সরকার।
এই গানটা বোধ হয় অনেকেই দেখেছেন।
Amerika
আমার বক্তব্য হল,র্যামস্টেইনকে দেখুন কম,শুনুন বেশি।লিড গিটার কি ভয়ানক জিনিস,ক্রুসপের বাজানো না শুনলে অনুধাবন করতে পারবেন না।বিশ্বাস না হলে এই কয়েকটা গান শুনে দেখুন।না শুনলে মিস করবেন,বিশেষত মেটালপ্রেমীরা।
র্যামস্টেইনের সেরা বিশটি গানের এম পি থ্রি ডাউনলোড করুন...
The Best Of Rammstein
একটি গান চেখে দেখতে চাইলে,
Du Hast mp3
ভাল থাকুন।
[পোস্টের কিছু অংশ সরাসরি উইকি থেকে নেয়া]