১.
ভুল দরজায় কড়া নাড়া, রেখেছো তুমি কড়া পাহারা
তবু ফিরে ফিরে আসা বারে বার অহেতুক
ঘুর পথে ফেরা বাড়ি,মিথ্যে অভিমান কত আড়ি
চেনা শহরে তুমি আজো আমার অচেনা অসুখ
২.
তুমি আমি আজো দ্বন্দ্ব সমাস
ব্যাকরণের ছোট ভুল
তুমি আমি অপরিচিতার খোঁপায়
নাম না জানা ঘাসফুল
তুমি আমি বাউন্ডুলের
বুক পকেটে রাখা খাম
তুমি আমি রাফখাতার শেষ পৃষ্টায়
ভুল বানানে লেখা নাম
তুমি আমি ফেলে আসা বিকেলের ছাদে
অভিমানী বোকা মন
তুমি আমি আজো এক যোগ একের
না মেলা সমীকরণ
সর্বশেষ এডিট : ১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:০৮