১.
কথা কবেকার
ঠিক ছিল এই পথেই
এই পথ ধরেই আবার
আজও রোজকার বিকেলে ছায়াদের
নিয়মিত ঘুম
সময়ের পথে হেটে গেছে বাইশটি ফাগুন ৷
২.
ভুল করে ভুলে যাওয়া যায় প্রতিদিনকার সবটুক
সযত্নে মনে রেখে ঘুম যায় কেউ অপরিচিতার মুখ
তুমিও কোন সূর্যালোকে আমার নামটা ভুলে গেলে
মনে রেখ খুবই সহজ তা - আমি অমুক ক্লাসের তমুক ছেলে
৩.
মিথ্যেবাদী রাখালরা যেখানে চড়ায় নেকড়ের দল
সেখানে আমি আজ কোন রূপকথা বুনি বল
হ্যমিলনের বাশিঁওয়ালা যদি ফের রাগ করে
কোন বাশিঁর সুর তাকে বল ফেরাবে ঘরে
'Half of what I say is meaningless; but I say it so that the other half may reach you.'----- Khalil Gibran