লোডশেডিং এর শহরে দেশলাই জ্বালিয়ে
আলো খুজে ফিরে কেউ
রোদ্দুর পালিয়ে
কেউ কারও মন ভাঙ্গে, তবু দেখে কেউ স্বপ্ন
কারও বছর পচিঁশে জীবন অপরাহ্ন
কেউ আজ ভুল ধরে, কেউ বোঝে গরমিল
কেউ ধান-শালিকের দেশে খোজে ডানামেলা গাঙচিল
কারও আজ বড্ড পরিচিত সে অপরিচিতার মুখ
কারও স্বপ্ন মেলেনাকো তবু এ স্বপ্ন
দেখাই সুখ...
কারও চোখে আজ ঘুম নেই, কারও ঘুম আজও ভাঙেনি
কেউ ছাদে বৃষ্টিতে কখনও
মুখ লুকিয়ে কাঁদেনি
কেউ অট্টালিকার ভিড়ে ,খুজে মাথার উপর ছাদ
তবুও দিনশেষে এ জীবন ,
এ জীবন অগাধ