দু-একটা স্বপ্ন থাক তোর মন মত
দু-একটা স্বপ্ন বেঁচে থাক অক্ষত
দু-একটা স্বপ্ন রাত শেষে তোর ঘুম পাড়াবার
দু-একটা স্বপ্ন থাকুক আজ ঘুম তাড়াবার
দু-একটা স্বপ্ন দেখে ফেরা ছেলেবেলার ইস্কুল
দু-একটা স্বপ্ন বারেবারে হয়ে ওঠা ভুল
দু-একটা স্বপ্ন থেকে এ কাগজের নৌকা
দু-একটা স্বপ্ন আজ শুধু ভুলে থাকা
দু-একটা স্বপ্ন দেখা বসে দক্ষিণের জানালায়
দু-একটা স্বপ্ন ছাদে রোদ্দুর মেঘলায়
দু-একটা স্বপ্ন দেখে কারও অর্ধেক জীবন
দু-একটা স্বপ্ন সময়ের সাথে হয়না পুরাতন
দু-একটা স্বপ্ন লেখে একশ চিঠি, একই প্রাপকের নাম
দু-একটা স্বপ্ন একই ঠিকানায়,একই হলুদ খাম
দু-একটা স্বপ্ন অপূরনীয় তবু দেখে কেউ পথ চলে
দু-একটা স্বপ্নের মাঝে এমন এক স্বপ্ন নাহয় তুমি হলে
“That which is dreamed can never be lost, can never be undreamed”-------Neil Gaiman
সর্বশেষ এডিট : ২৪ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫৬