বৃষ্টিতে তার ভিজল চুল
জানালাটা খোলা ছিল
ছোটখাট ভুল
তাই বৃষ্টিতে আজ ভিজল চুল,
নাকফুল ৷
দৃষ্টি ঝাপসা হয়ে আসে
চশমাটাও ভিজে যায়
ওজানলায় আজ কে উকিঁ দেয়
হাসিমুখ
তারপর ঠিক দৌড়ে পালায় ৷...
বৃষ্টিতে তার আজ ভিজল চুল,
নির্ভুল ৷
অসহায় ভিজে জানলার কাচ
ছুটন্ত অচেনা মুখ
ভেজে রিক্সায় তরূণ তরূণী
মায়ের হাত ধরে ঘরে ফেরা শিশু
এ পাড়ার দুঃখ
ও পাড়ার সুখ ৷
বৃষ্টিতে তার আজ ভিজল চুল,
নাকফুল ৷
ছাতা নেই তাই আজ ভিজে দাড়কাক
আরো কিছুক্ষন
বৃষ্টিতে ভিজে রোদ্দুর
বিকেলের হাওয়া , কর্মব্যস্ত দিন,
রোজকার শহুরে জীবন ৷
বৃষ্টিতে তার আজ ভিজল চুল,
নাকফুল
শুধু ভিজলোনা মন
“Some people walk in the rain, others just get wet.”
― Roger Miller