আমরা যারা সিনেমা দেখি তারা নিশ্চই " গড মাস্ট বি ক্রেজি " ছবিটা দেখেছি । নির্মল হাসির একটা ছবি । কিছু দৃশ্য দেখলে-তো হাসতে হাসতে পেটে খিল ধরে যায় ।
" গড মাস্ট বি ক্রেজি " দেখে কোন খ্রিস্টান কিন্তু আওয়াজ দেই নাই ।
এই ছবিটা যদি এ দেশে হুবহু বানান হয় আর নাম দেওয়া হয় "আল্লাহ নিশ্চই পাগল " - আর ছবির পরিচালক যদি কোন ক্রমে হয় হিন্দু অথবা খ্রিস্টান ( মুসলমান হলেও খুব বেশী পার্থক্য হবে না ) তাহলে এ দেশের বেশী ভাগ মুসলমান পরার কাপড় মাথায় বেধে , হাতে দা-বটি যা আছে নিয়ে ঝাপায়ে পড়বে ( এদের মধ্যে ৯৯ ভাগ লোকই ছবিটা দেখবে না বা ছবি সম্পর্কে কোন ধারনাই তাদের থাকবে না )
চারিদিকে শুধু জ্বলবে আগুন - এ সরকারের পতন হতে লাগবে বড় জোড় তিন দিন । ( বিএনপি এই লাইনে ট্রাই মারতে পারে

প্রথম আলোর ফান ম্যাগাজিনে, বোধ হয় মাছের নামের আগে মোহাম্মাদ বসানোর করনে এ দেশের অনেক মোল্লা বুঝে / না বুঝে পরার কাপড় মাথায় বেধে মেলা ছুটাছুটি করেছিল ।
প্রশ্ন হল - পুরা বিষয়টার ভিতর সার বস্তু থাকবে কতটুকু থাকবে ?
কেউ মোহাম্মাদ-কে খারাপ বল্লেই মোহাম্মদ খারাপ হয়ে যাবে ?
এত সহজ ?
ধর্ম কী এতই নাজুক ?
কাছা এত আলগা হলে-তো কেউ টান দেবার আগেই খুলে যাবে ।
মুসমান-রা অনেক বেশী প্রতিক্রিয়াশীল ।
যে যত বেশী নির্বোধ সে তত প্রতিক্রিয়াশীল ।
মুসলমানরা নিজেরা নিজেদের সবচেয়ে বেশী পচাইছে - কারও সাহায্যে দরকার হয় নাই ।
এই কাজের পালে এখন বাতাস পাইতেছে ভাল ।
পচা , নিজেরাই নিজেদের পচা ।
সর্বশেষ এডিট : ১৬ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ১১:৪৭