একটা ভালো পোস্ট লিখার জন্য যে পরিমাণ মেধার দরকার । তা আমার নেই
সাহিত্য, গদ্য, পদ্য কিছুই ভালোভাবে আয়ত্ব করতে পারিনাই।
মনটা খুবই খারাপ। কিন্তু তাই বলে বসে থাকলে তো হবেনা। তাই নিজেই বিচারক হলাম।
নিজেই কাজী, নিজেই গাজী,
নিজেই বউ, নিজেই জামাই,
কইয়ের তেলে ভাজি কই,
এভাবেই হিট কামাই।
তাই অনেক ভেবে চিন্তে , এই পোস্টটা তৈরী করলাম। এটা হলো কইয়ের তেলে কই ভাজার তরীকা।
এবার শুরু করি-
১ নাম্বার ফাউল ব্লগারঃ অধম বিলাল।
২ নাম্বার ফাউল ব্লগারঃ লিনকিন পার্ক
৩ নাম্বার ফাউল ব্লগারঃ ইরফান আহমেদ বর্ষণ
৪ নাম্বার ফাউল ব্লগারঃ খাঁন রোজেন
৫ নাম্বার ফাউল ব্লগারঃ মশিকুর। উনাকে ফাউল লিস্টের রহিম বাদশা হিসাবে ঘোষণা করা হলো। লাগান তালিয়া।
৬ নাম্বার ফাউল ব্লগারঃ জািহদ২০১০
৭ নাম্বার ফাউল ব্লগারঃ বকা মানুষ।
৮ নাম্বার ফাউল ব্লগারঃ বিডি আমিনুর
৯ নাম্বার ফাউল ব্লগারঃ স্বপ্ন নীল
১০ নাম্বার ফাউল ব্লগারঃ নেক্সাস
১১ নাম্বার ফাউল ব্লগারঃ সেলিম মুহাম্মদ রুম্মান
১২ নাম্বার ফাউল ব্লগারঃ খেয়াঘাট
১৩ নাম্বার ফাউল ব্লগারঃ কালীদাস
১৪ নাম্বার ফাউল ব্লগারঃ খাটাস। নামের সাথে কামের ব্যাপক মিল। লও তালিয়া।
১৫ নাম্বার ফাউল ব্লগারঃ রৌহান খাঁন
১৬ নাম্বার ফাউল ব্লগারঃ বটের ফল
১৭ নাম্বার ফাউল ব্লগারঃ দি সুফি
১৮ নাম্বার ফাউল ব্লগারঃ এক্স রে
১৯ নাম্বার ফাউল ব্লগারঃ অন্ধকারের রাজপুত্র
২১ নাম্বার ফাউল ব্লগারঃ ভিটামিন সি।
৫০ নাম্বার ফাউল ব্লগারঃ আমিতপু ( উনার বিশেষ অনুরোধে উনাকে ৫০ নাম্বারে রাখা হলো। কী ভালো মানুষ প্রতিযোগিতায় থাকতে চায়না, আফসুস। বড়ই আফসুস।
আর মাত্র ২৯ জন দরকার। এরপর ফাইনাল পোস্ট হবে।
এর মাঝে ৫ জন মহাফাউলদের গলায় তিরস্কারের মালা পরিয়ে দেয়া হবে।
এই লিস্ট আপডেট হবে। নিজেকে যদি ফাউল ব্লগার মনে করেন। নাম দিয়ে যান। ৫০ জনের নামের পর আর নাম নেয়া হবেনা।
হে ব্লগের আশা ভরসার প্রতীক। আপনারই পারেন ব্লগের হারানো ঐতিহ্য ফিরে এনে এর মর্যাদা পুনঃ প্রতিষ্ঠিত করা।