নাম্বার একঃ ছাতামাথা যাই লিখেন না কেন, তা নির্বাচিত পাতায় যাবে।
নাম্বার দুইঃ অন্য কারো পোস্টে কমেন্ট না করলেও চলবে।
নাম্বার তিনঃ অন্য কারো পোস্টে ভুলেও লাইক না দিলেও চলবে।
নাম্বার চারঃ ব্লগারদের তেলতেলে খাতির পাবেন। ঘোড়ার ডিমেও তা মানে ডিম ফুটাবার জন্য মুরগী যেমন তা দেয় আরকি, ঐ রকম তা দিয়ে মডুর পোস্ট ব্লগার রা গরম করে রাখবে। সেই তা থেকে আবার ঘোড়ার আন্ডা প্রসব হবে।
নাম্বার পাঁচঃ মডুর পোস্ট ডিলিট হওয়ার কোনো সম্ভাবনা নাই।
নাম্বার ছয়ঃ মডু জীবনেও সেইফ থেকে জেনারেলে ডিমোশন হবেনা।
নাম্বার সাতঃ এই জীবনে মডুর ব্যান খাওনের কোনো সম্ভাবনা
নাম্বার আটঃ পোস্ট দেয়ার পর মডুকে কোনো সময়ই ভয়ে থাকতে হয়না। বুকের পাঠা সব সময় প্রশস্ত।
নাম্বার নয়ঃ সাধারণের পোস্ট আগে সাধারণ পাতায় তারপর নির্বাচিত পাতায় কিন্তু মডুর পোস্ট আগেই নির্বাচিত পাতায়।
নাম্বার দশঃ ব্লগীয় জীবনে সবার উপরে মডু সত্য তাহার উপরে নাই।
আমি একবার মডু হইবার চাইগো ব্লগার আব্বা-আম্মা জানেরা, আমি একবার মডু হইবার চাই।
পরিশেষে সেলিম আনোয়ারারে কবিতা খানা যুক্ত করে মনে বিরাট ত্বপ্তি পাইলাম-
সেলিম আনোয়ার বলেছেন: ছাতামাথা লিখি আমি ছাতারাম পাগলে
খাও গিলো আমি সেরা আর সব ছাগলে
জোর করে খাওয়াবো তো ছাতামাথা পদ্য
গদ্যও খাবি তোরা লিখেছি যা সদ্য।
ভয়কি ঝুলিয়ে দেবো আঠা দিয়ে সে' ছাতা
নড়বে না চড়বেনা এটে রবে সবই তা
আমি মডু আমি হনু মহা কবি বুঝলি?
বর্ষার পরে হাসি নীলমেঘে সুজলি।
কোনো কথা বললেই লাফ দিয়ে দুকথা
শুনিয়ে দেবো যে তোরে ওরে তোরা যা-তা
খাতির করিয়া চলো ওহে সব সব পাগলে
আমি হনু আমি সেরা মনে রেখো সকলে।
মডু আমি , যদু আমি রাম শ্যাম হাদারাম
তবু ভাবি আমি সেরা আরসবে গাধারাম
নির্বাচিতর পাতা মোর দাদা সম্পদ
যা খুশী তা করবোই অজঘট বজঘট।
লেখো লেখো যাহা খুশি বলো যায়া মোর ভাই
সবার উপরে মডু তাহার উপরে আর কিছু নাই।