somewhere in... blog

প্রিয় হাসান ভাইয়ের সাথে দ্বিতীয়বারের আড্ডা আজ হলো : আরও জানলাম অনেক কিছু...

১২ ই আগস্ট, ২০০৯ রাত ১:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


পৌঁছতে বেশ দেরি হয়েগিয়েছিলো ট্র্যাফিক-এর কারণে। পারভেজ ভাই ফোন দিয়ে তাড়াতাড়ি পৌঁছতে বললেন আড্ডায়।
যদিও আমি জানতাম না, যেখানে গাড়ি নড়তে পারছে না জ্যামের কারণে, সেখানে আমি কী করে তাড়াহুড়ো করবো?
তবুও পারভেজ ভাইয়ের কলের প্রতিউত্তরে জানালাম, জ্বী ভাইয়া, তাড়াতাড়ি-ই পৌঁছতেছি... ;)


২.
আজকের আড্ডা হলো আগের চেয়েও আরও তথ্যবহুল। যদিও কথা ছিলো আড্ডা খুব সংক্ষিপ্ত হবে, যেহেতু হাসান ভাই শুক্রবার চলে যাবেন। কিন্তু শুরু যখন হলো, শেষ আর হয় না। দেখলাম, কেউ ক্লান্তও হচ্ছে না। আড্ডা হয়েছে প্রায় সাড়ে তিন থেকে চার ঘণ্টার মতো।

আড্ডায় রাজশাহী থেকে এসেছেন শুভ্র, তিনি ব্যবসা করেন। ব্যবসা ফেলেই চলে এসেছেন।
আর এসেছে জিকো, সে এসেছে চট্টগ্রাম থেকে। আবার চলেও যাচ্ছে রাতের বাসেই। ফকিরাপুল থেকে তাকে বাসে তুলে দিয়ে আসলাম।

৩.
আজকের আড্ডায় কোনো স্লাইড ছিলো না।
প্রথম আড্ডার স্লাইডটি পুনরালোচনা শেষে প্রশ্নোত্তর পর্বটিই ছিলো আজকের আড্ডার সবচেয়ে আকর্ষণীয় এবং তথ্যবহুল।
আমাদের মনে যা প্রশ্ন এসেছিলো আমরা করে ফেলেছি। হাসান ভাই উত্তর দিয়েছেন।

দ্বিতীয়াংশে ছিলো ওয়েবসাইট রিভিউ।
চারটি ওয়েবসাইটের আলোচনা তিনি করেছেন। এ থেকে অনেক তথ্য বের হয়ে এসেছে।

ডোমেইন, হোস্টিং, অনলাইন আয়, ব্লগিং ইত্যাদি বিষয় গুরুত্ব পেলেও আজকের আড্ডায় সার্চ ইঞ্জিনের কী-ওয়ার্ড বিষয়ে সবচে চমৎকার তথ্য ছিলো।

৪.
পুরো প্রোগ্রামটি ভিডিও করেছেন আড্ডায় আসা মোয়াজ্জেম ভাই। ভিডিও আশা করছি খুব শিগগিরই সবাই পাবেন।

৫.
আড্ডায় উত্তর দিয়েছেন এমন কিছু প্রশ্ন এবং উত্তর। উল্লেখ্য, হাসান ভাইয়ের দেয়া উত্তরের সাথে আমার এই লেখা হুবহু না-ও মিলতে পারে। তবে মূল কথা এমন...

প্রশ্ন - ১ : Revenue Sharing ব্লগের সুবিধা এবং অসুবিধা কি?
উত্তর : সুবিধা হলো, অন্যের ওয়েবসাইটে নিজের এডসেন্স এড রাখা যায়। তাতে নিজের জনপ্রিয় ওয়েবসাইট না থাকলেও আর্ন হয়। আর অসুবিধা হলো, যেহেতু ঐ ওয়েবসাইটে এডসেন্স আইডিটি সাবমিট করতে হয়, তাই আইডিটি হ্যাক হওয়ার সম্ভাবনা আছে। কিংবা স্প্যাম হতে পারে।

প্রশ্ন - ২ : ইবুক নিয়ে ব্লগ করলে কেমন হবে?
উত্তর : ভালো হয়, তবে এখানে এডসেন্সের এডের পাশাপাশি ক্লিকব্যাংক-এর মাধ্যমে ইবুক বিক্রিও করা যায়। যা থেকে ভালো আয় পার্সেন্টেজ পাওয়া যায়।

প্রশ্ন - ৩ : কোন বিষয়ে CTR বেশি পাওয়া যায়?
উত্তর : এডওয়ার্ড-এর মাধ্যমে খুব সহজেই এই বিষয়টা জানা সম্ভব হয়। সিটিআর পাওয়া জরুরি নয়, জরুরি হচ্ছে কত আয় হচ্ছে সেটা।

প্রশ্ন - ৪ : কয়েকটি এডসেন্স বিজ্ঞাপন বসানো যায়? কোথায় বসাবো এবং কিভাবে বসালে বেশি ক্লিক পাওয়া সম্ভব?
উত্তর : একটি ওয়েবসাইটের একটি পেজে তিনটি টেক্সট বা ইমেজ এড, তিনটি লিংক এড এবং দুটি সার্চ ফর এডসেন্স বসানো যায়।
কিভাবে বসালে ক্লিক পাওয়া যায় সে বিষয়ে বিভিন্ন ওয়েবসাইট আছে। গুগলের নিজস্ব একটি ছবি আছে। দেখুন--


প্রশ্ন - ৫ : Dofollow এবং nofollow এর পার্থক্য কি?
উত্তর : এই প্রশ্নের উত্তরে হাসান ভাই অনেক কথা বলেছেন যা এখানে লিখলে মহাকাব্য হবে। তবে সংক্ষিপ্ত কথা যেটা বলেছেন, ব্যাংকলিংকের ব্যাপার এটা। যে সাইটে আপনি ব্যাংকলিংক রাখবেন সেটা ধরে আপনার সাইটে কেউ যদি আসে তাহলে যদি সার্চ ইঞ্জিনকে এটা কাউন্ট করতে বলে তাহলে সেটা ডুফলো, নয়তো এটা নোফলো।

প্রশ্ন - ৬ : আমি ওয়েবসাইটের ভিজিটর বেশি পাচ্ছি কিন্তু ক্লিক পাচ্ছি না। আমার ওয়েবসাইটে আরও কি কি পরিবর্তন করলে বেশি ভিজিটর পাব?
উত্তর : আপনার সাইটে কোথায় ক্লিক বেশি হয় সেটা খুঁজে দেখতে হবে। সেটা দেখা যায় ক্র্যাজিইগ ডট কম সাইটের মাধ্যমে। সেটা দেখে এড বসানো যায়। কিংবা, এডের অবস্থান পাল্টিয়ে দেখা যেতে পারে। কিংবা আপনার কন্টেন্ট এবং পাঠকের চাহিদার কথা চিন্তা করা যেতে পারে। সর্বোপরি গুগল এডসেন্সের সাকসেস স্টরি টেলারদের কাহিনী পড়ে দেখতে পারেন।

প্রশ্ন - ৭ : ফ্রি হোস্টিং এবং ফ্রি ডোমেইন ব্যবহার করলে কি সমস্যা? এতে অপটিমাইজেশনে কি প্রভাব পড়ে?
উত্তর : ফ্রি হোস্টিং-এ স্প্যাম হয় বেশি। সার্চ ইঞ্জিন এটাকে স্কেচ করে কম। তাছাড়া যেকোনো সময়ে স্প্যামের কারণে ডাটাবেজ ডাউন হতে পারে।
আর ফ্রি ডোমেইন মানে হলো সাব-ডোমেইন। আর এটাতো সবাই জানেন যে, সাব-ডোমেইন আর ডোমেইন-এর মধ্যে কত তফাৎ ।

প্রশ্ন এই পর্যন্তই। বাকীগুলো হয়তো হাসান ভাই লিখবেন। আর ভিডিও ফুটেজ তো আছেই।

এবার চলুন চারটি ওয়েবসাইট রিভিউতে হাসান ভাই কী বললেন জেনে নিই।

Blues এর http://studyinfo.22web.net/



এই সাইটটির কন্টেন্ট ভালো, এড বসানো হয়েছে ভালো জায়গায়। ক্লিক বেশি পাওয়ার সম্ভাবনা আছে। তবে তিনি একটি এডসেন্স এড-এর উপর লিখেছেন- Check these out! যা এডসেন্স টার্মস এন্ড কন্ডিশনের বিপরীত। যেকোনো সময় এড বন্ধ হয়ে যেতে পারে। সাইটটির কোনো ব্যানার নেই। ব্লকড স্প্যাম থাকার কোনো দরকার ছিলো না, এই-ই । আরেকটি কথা হলো, এটি সাব ডোমেইন অর্থাৎ ফ্রি ওয়েবসাইট, এটির মাধ্যমে ভালো ট্র্যাফিক আশা করা যায় না।

রুম্মার http://www.rumaslife.blogspot.com/



অনলাইন আয়ের ব্যাপার-স্যাপারে বাংলাদেশের মেয়েরা অনেক পিছিয়ে। তবে রুমা নান্মী এই তরুণী বেশ সাহসিকতার সাথে এই কাজ করে যাচ্ছে। তবে সে চাইলে আরও সুন্দর করে তার সাইটি আকর্ষণীয় এবং দামী করে তুলতে পারে।
রুমা ছবি আঁকেন, এবং নানান রকম হাতের কাজ জানেন।
ইচ্ছে করলে তিনি এগুলো বিক্রিও করতে পারেন। যার মাধ্যমে সে আরও বেশি আয় করতে পারেন।
যেমন তার সাইটে আছে, তিনি একটা মগ বানিয়েছেন নিজ হাতে খুব সুন্দর করে। চাইলেই তিনি এটা ভালো দামে সেল করার ব্যবস্থা করতে পারেন।

তার সাইটির টেমপ্লেট ভালো নয় অর্থাৎ আকর্ষণীয় নয়। এটি চেঞ্জ করা প্রয়োজন।

পাশাপাশি তিনি কেমন করে ছবি আঁকেন, ছবি আঁকতে কী কী লাগে, কেমন করে ছবি আঁকতে হয় এই জাতীয় পোস্ট দিলেও আরও বেশি ট্র্যাফিক পাওয়া যাবে।
এডের কালার চেঞ্জ করা প্রয়োজন।


মাসুদের http://www.techmasud.co.cc/



মাসুদের সাইটটি ভালো। তবে আরও কিছু পরিবর্তন আনা দরকার। এডের স্থান পরিবর্তন করে দেখা দরকার সে কেন রিডার পাচ্ছে কিন্তু ক্লিক বেশি পাচ্ছে না। পাশাপাশি ইমেজ চেঞ্জিংটা পরিবর্তন করে সাইট রিলেটেড ইমেজ দেয়া দরকার। আর সাব-ডোমেইন বাদ দিয়ে নিজস্ব ডোমেইন-এ আসা দরকার।

টিনটবের http://www.dvvisa.co.cc



এটিও একটি সাবডোমেইন এবং ফ্রি হোস্টিং-এ করা তাই ভালো কিছু আশা করা যায় না।
তবে এটির ব্যানার এডটি ভালো হয়েছে বসানো, যেহেতু এটি একটি ইমেজ এড।
ভালো কিছু করার জন্য নিজস্ব ডোমেইন এবং হোস্টিং অবশ্যই প্রয়োজন।
--------------------------------------------

অনেক রাত হয়ে গেলো পোস্ট দিতে। বাসায় বাসায় আসতে আসতে রাত সাড়ে বারোটা বেজে গেছিলো। তাই দেরি হলো।

আর হাসান ভাই, পোস্টের কোথাও ভুল ত্রুটি থাকলে জানাবেন। ঠিক করে দেবো।
---------------------------------------------------
আড্ডার ছবি পরে পোস্ট করার ইচ্ছে আছে। লেখাটি রিভিশন দেয়া হয়নি, তাই ভুল থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
১৪টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পানি লাগবে? পানি

লিখেছেন আবদুর রব শরীফ, ১৪ ই এপ্রিল, ২০২৫ দুপুর ১২:৩৬

আজকের নববর্ষের সেরা মোটিফটা দেখে ফেলেছি। যারা এই আইডিয়া নিয়ে এসেছেন তাদের স্যালুট ভাই। তোমরা মুগ্ধকে স্মরণ করেছো। যতদিন এই বাংলার বুকে মুগ্ধদের এভাবে স্মরণ করা হবে ততদিন পথ হারাবে... ...বাকিটুকু পড়ুন

ভারত-বাংলাদেশে আলাদা দিনে বাংলা নববর্ষ কেন?

লিখেছেন জুল ভার্ন, ১৪ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৫:৪৪

ভারত-বাংলাদেশে আলাদা দিনে বাংলা নববর্ষ কেন?


বাংলাদেশে পহেলা বৈশাখ আসে ইংরেজি মাসের ১৪ এপ্রিল। অন্যদিকে পশ্চিম বাংলায় ১৫ এপ্রিল উদযাপন করা হয় উৎসবটি। যদিও ১৯৫২ সন পর্যন্ত বাংলাদেশের মানুষ এবং... ...বাকিটুকু পড়ুন

বেকারত্ত্ব এবং দেশের রিজার্ব বারানোর এইটা একটা পথ হতে পারে…

লিখেছেন ফেনা, ১৪ ই এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৬:৪৬



বাংলাদেশে শ্রমিকদের মধ্যে অদক্ষ শ্রমিকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেশি। সাম্প্রতিক তথ্য অনুযায়ী, দেশের মোট শ্রমিকের সংখ্যা প্রায় ৮.৫ কোটি। এর মধ্যে প্রায় ৯৬% শ্রমিক প্রশিক্ষণপ্রাপ্ত নন, অর্থাৎ তারা অদক্ষ... ...বাকিটুকু পড়ুন

গণতন্ত্র ও নির্বাচিত শব্দের নয়া ব্যাখ্যা দিলেন ফরিদা-মজহার দম্পতি !

লিখেছেন সৈয়দ কুতুব, ১৪ ই এপ্রিল, ২০২৫ রাত ৯:১৭


বাংলাদেশে গণঅভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের শুরুটা ছিল জনতার কণ্ঠে, এখন সেটা রূপ নিচ্ছে কিছু নির্দিষ্ট গলার একচেটিয়া লোকের তর্জন-গর্জনে । শুরুর দিকে বলা হয়েছিল, এটা অস্থায়ী সরকার—জনগণের... ...বাকিটুকু পড়ুন

আমেরিকা আমাদের দেশে সরকার পরিবর্তনে সক্ষম হয় কেন?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৪ ই এপ্রিল, ২০২৫ রাত ৯:৩৮



আমাদের দেশের সরকার সমূহ যখন সরকার পরিবর্তনের ব্যবস্থা বন্ধ করে দেয় তখন বিশ্ব মোড়ল হিসাবে আমেরিকা আমাদের দেশের সরকার পরিবর্তন তাদের দায়িত্ব মনে করে। তারা এটা করে আমাদের... ...বাকিটুকু পড়ুন

×