অমাবস্যা নামে ঘনঘোর আঁধিয়ায়
কুচকুচে কাল, খুনিয়ারা লাল মিলেমিশে একাকার
মত প্রকাশ, ধর্ম, বাক স্বাধীনতা, গণতন্ত্র
হারিয়ে যায়: অজ্ঞানতা, গুম, খুন, স্বৈরচারিতায়।
বিহবল জনতা ‘নিব্বাক’ স্তব্ধতায় মূঢ়
মাথাগোজ করে চলে জীবন! বাঁচার স্বপ্নে নয়
মরে না যাবার দু:স্বপ্ন শেষে ক্লিনিক্যালি বেঁচে রয়;
যাপিত জীবনে নাভিশ্বাস ওঠে- অসহায়তায়।
স্বাধীনতার মানে কে খোঁজে?
সইতে সইতে সাধারন, ভুলেছে জুলুমের নিকেষ
ভিনদেশী-স্বদেশী জালিমে তফাত কই!
চেনা মুখগুলোই অচেনা মনে হয়- সত্যায়নায়।
বিক্রীত, বিকৃত চেতনা- দলান্ধতায় হাবুডুবু খে’লে
কেঁদে ওঠে তিরিশ লাখ শহীদান
কাঁদে স্ব-অধিন মন; ইতিহাসে কালরাত চক্রায়ত
দিন বদলায়, রয় নির্যাতিতের কালরাত নিত্যতায় !
আলো চাই আলো, চোখ ধাঁধানো উজ্জ্বল ঝকমকে আলো
দেশ আর মানবতার প্রেমের দিশায় প্রোজ্জ্বল
বাতিঘর দিশা: দেখাবে পথ অন্ধকারে
মুক্তির, স্বাধীনতার, মুক্তমনের- সত্যজ্ঞানায়নায়।।
ছবি কৃতজ্ঞতা: গুগল
সর্বশেষ এডিট : ২৯ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:১৮