জন্ম-জন্মান্তরের চক্রে অবিরাম লয় প্রলয়
শুধুই তোমার জন্য হে স্বাধীনতা!
অবিনাশী চলমানতায় নিত্য সংগ্রাম
শুধুই তোমার জন্য হে স্বাধীনতা!
অগনন ছায়াপথ বেয়ে, মিল্কিওয়ে
চুরাশি লক্ষ প্রহর খুঁজে চলেছি স্বাধীনতা
জঠর থেকে যাপিত জীবন প্রতি ক্ষনে
চেতনায়, অনুভবে চাতকী তিয়াস স্বাধীনতা;
প্রেম, সাহিত্য, ধর্ম দর্শন
তোমারই আরাধনা হে স্বাধীনতা
স্বপ্ন কল্পনা ধ্যান সাধনা
তোমারই সন্ধানে হে স্বাধীনতা;
কখনো তুমি জন্ম, কখনো মৃত্যু
কখনো যুদ্ধ কখনো শান্তি
কখনো প্রিয়ার চোখে স্বপ্ন
কখনো অবসন্নতায় শ্রান্তি;
কখনো তুমি সময় কখনও সময়োত্তর সত্য
কখনো তুমি অবিরাম আশা জন্মান্তরে নিত্য
কখনো তুমি বাহ্য ধ্বংস, নিত্য লয়-প্রলয়
কখনো তুমি সৃষ্টি নতুন, স্বপ্ন স্বপ্নময়;
স্বাধীনতা তুমি একাত্তর, লাল সবুজে ছাওয়া
স্বাধীনতা তুমি বঙ্গবন্ধুর মুক্তির গান গাওয়া;
স্বাধীনতা তুমি আমজনতার অধিকারের আশা
স্বাধীনতা তুমি গণতন্ত্রের মুক্তি সংগ্রামে ঠাসা;
স্বাধীনতা তুমি লড়াই, স্বাধীনতার স্বপ্ন আবাদ
স্বাধীনতা তুমি মুক্তি; আজন্ম স্বাধীনতার সাধ!
ছবি কৃতজ্ঞতা: গুগল
সর্বশেষ এডিট : ২৭ শে মার্চ, ২০১৮ রাত ৯:৪৪