কেন চলে যায় মানুষ?
কেনইবা আসে?
কোথা থেকে আসে কোথা চলে যায়
কেন ফেঁসে? এই আসা-যাওয়ার ফাঁসে!
কেবলই জৈবিক প্রতিক্রিয়া
অজ্ঞাতে হয়ে যাওয়া এই জনম!
যাপিত জীবন শেষে হঠাৎই
কেন চলে যাওয়া! এ কেমন?
বিত্ত বৈভব অহংকার
যাপিত জীবনের সব উপকরণ
পড়ে রয় অবহেলায়
মানুষটা নেই, মানুষ তবে কোনজন?
দেহটা নিশ্চল, নিরব, নিথর
মাছিটাও তাড়াবার অনুভূতিহীন
তবে কি জীবন অন্য কিছু
চলে গেলে দেহটাও ক্ষমতাহীন!
আত্মার সন্ধানে অমরাবতী ছেড়ে
সাধুদের ক্লেশকর সাধন
দেহের কি দোষ? নয়? মোহ অবলোপন!
আত্মার মুক্তিতে শরীর পাতন!
দুধ-ননী ভিন্ন; মিশে রয় এক সাথ
মন্থন সাধনে শোধন
রুপ ভিন্নতায় নব জনম নতুন নাম
স্তর থেকে স্তরে নিত্য গমনাগমন!
তবে, সাধুরা্ও কেন চলে যায়?
কোথায়? কিরুপে? কেন এ ভ্রমণ?
জগতের অবিনশ্বরতা: ভ্রমনের নিত্যতা
রুপ-বদল আপেক্ষিক স্থানিক প্রয়োজন!
রুহ এক আদেশ: ক্রিয়াশীল নিত্যতা
অনুভবের চেষ্টায় নিরন্তর ভাবনা-
প্রভু জানেন প্রকৃত সত্য:
রবুবিয়াতের কাছে তাই নিত্য ধর্ণা।
নূর অবনত হয় যে আদমে, স্বত্ত্বার বিকাশে
তারই আদেশ, অনুসরনে মোহাম্মদে
অনুগত, সিজদাবনত স্বত্ত্বা মহামহিমে
ভ্রমনের পূর্ণতা কল্যানে, সাফল্যে মাকামে মাহমুদে।
ছবি কৃতজ্ঞতা: সালভাদর ঢালী
জীবন-মৃত্যু: সুরিয়ালিজম
সূত্র: গুগল
সর্বশেষ এডিট : ১৭ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:৫৫