শব্দের মহাশক্তি অনুভবে বিহব্বল আমি
চেতনার স্ফুরনে আপনা মাঝে আরেক আপনি
এক নবজন্মের অদ্ভুত আনন্দে ভেসেছিলাম
সাত মার্চ । উনিশ'শ একাত্তর!
জন্ম জন্মান্তরের মুক্তির আহবান
সাগরের ঢেউয়ের মতো আছড়ে পড়ে হৃদয়ে
ঘুমন্ত স্বত্ত্বা জেগে উঠে মোহন বাঁশির সুরে
লাল সবুজের স্বপ্ন বং থেকে বাংলা; স্বপ্নের বাংলাদেশ।
এক মহাকাব্য রচে মহাকবি
বজ্রনির্ঘোষে স্বত:স্ফুর্ত মন কথা-
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম
এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম!
উত্তাল শ্লোগানে তাল সঙ্গত দেয়
সাড়ে সাত কোটি জনতা - জয় বাংলা।
নেচে ওঠে রক্তেরা কণায় কণায়- -
’রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব
এদেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাল্লাহ!’
ঘুমন্ত তিতুমির ঈশা খা' মাষ্টার দা প্রীতিলতা
জেগে ওঠে জনেজনে। মুষ্ঠি বদ্ধ হাত আকাশ ছুঁতে চায়।
অধিকার আর স্বাধীকারের স্বপ্নে চির অমলিন গাঁথা
প্রাণে প্রাণে ছড়ায় বিপ্লবী উন্মাদনা,
আজো শিহরিত হয় প্রাণ, অনুভবে অন্ত:পুরে
নির্যাতিত, নিপীড়িত মানুষের :
জেগে ওঠার, জেগে থাকবার আর মুক্তির মুক্তি দিশায়।
সর্বশেষ এডিট : ০৯ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:১৮