কেমন আছো?
- কি করে ভাবো? ভালো থাকব তোমায় ছেড়ে!
নিদ্রাহীন রাত বাড়ায় ক্লান্তি, অবিরাম- জ্বলে দু-চোখ
ব্যাথার নিম্নচাপে গুমোট মেঘলা আকাশ-ঝড় হলেই -
এসপার ওসপার ভেঙ্গে চূড়ে-পরম শুন্যতায় ভাবনাহীন।
জীবনে মানে তো থেমে যাওয়া নয়?
থেমে থাকা যায়না বলেই চলা! গতি জড়তায়
শুধু মনচোখ শুধু নয়-নিত্য ধুলো অজুহাতে হাতে রুমাল !
বৃষ্টিতে মিশে যাই স্মৃতিতে, অশ্রুতে, নোনা জলে
বোকা তুমি না আমিই, দেখো-আজো তেমনই বুদ্ধু।
ভাল থেকো!
বাহ বেশতো পারো, কেড়ে নিয়ে হাসি জানাও শুভকামনা বড়ো;
জানোনা তুমি ছাড়া ভুবন বিরান- চারণ ভুমি স্মশান সম-
না বুঝলে বলো কে বোঝায়? নিজেতে চেয়ে দেখি অস্তিত্বই তুমি
তোমার নামেই জ্বলবে দিয়া হৃদয় মন্দিরে-দৃশ্য-অদৃশ্যে নিত্য।
সর্বশেষ এডিট : ২৬ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৪২